০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফের ভূমিকম্প তুরস্কে,  মৃত্যু ৫০ হাজার ছাড়াল

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার
  • / 7

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার মধ্য তুরস্কে আঘাত হানল ৫.৫ মাত্রার ভূমিকম্প।  ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায়, এই ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি. গভীরে। নতুন কম্পনের ফলে মধ্য তুরস্কে আতঙ্ক দেখা দিলেও তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়িগুলো পুনর্র্নিমাণের কাজ শুরু করেছে তুর্কি সরকার। ইতিমধ্যে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে তুরস্কেই ৪৪ হাজার ২১৮ জন। আর প্রতিবেশী সিরিয়ায় এই সংখ্যা ৫ হাজার ৯১৪। দুই দেশ মিলিয়ে আহত লক্ষাধিক মানুষ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী,  ভূমিকম্পে ধসে পড়া কিংবা মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হওয়া ভবনের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি। ভবনগুলিতে ৫ লক্ষ ২০ হাজার ফ্ল্যাট ছিল। নির্বাচনকে সামনে রেখে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এক বছরের মধ্যে ঘরবাড়ি পুনর্র্নিমাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের উচিত, বাড়ি নির্মাণে তাড়াহুড়ো না করে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া। ভূমিকম্প প্রতিরোধী বলে দাবি করা তুরস্কের কিছু ভবনও এবারের ভূমিকম্পে ধসে পড়েছে। তুরস্কের এক কর্মকর্তা বলেন, কয়েকটি প্রকল্পের জন্য টেন্ডার ও চুক্তি সম্পন্ন হয়েছে।

এ প্রক্রিয়া খুব দ্রুত এগোচ্ছে। তিনি আরও বলেন, নিরাপত্তা প্রশ্নে কোনও আপস করা হবে না। কর্তৃপক্ষ বলেছে, গৃহহীন মানুষদের তাঁবু দেওয়া হচ্ছে। এদিকে, তুর্কি প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্ত অঞ্চলে ২ লক্ষ বাড়ি তৈরির ঘোষণা করেছেন। মার্চ থেকেই শুরু হবে নির্মাণকাজ। রাষ্ট্রসংঘ বলছে, তুরস্কে অন্তত ৫ লক্ষ নতুন বাড়ি তৈরি করা প্রয়োজন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফের ভূমিকম্প তুরস্কে,  মৃত্যু ৫০ হাজার ছাড়াল

আপডেট : ২৫ ফেব্রুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার মধ্য তুরস্কে আঘাত হানল ৫.৫ মাত্রার ভূমিকম্প।  ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূতাত্ত্বিক সংস্থা জানায়, এই ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি. গভীরে। নতুন কম্পনের ফলে মধ্য তুরস্কে আতঙ্ক দেখা দিলেও তেমন ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

এদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘর-বাড়িগুলো পুনর্র্নিমাণের কাজ শুরু করেছে তুর্কি সরকার। ইতিমধ্যে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। নিহতদের মধ্যে তুরস্কেই ৪৪ হাজার ২১৮ জন। আর প্রতিবেশী সিরিয়ায় এই সংখ্যা ৫ হাজার ৯১৪। দুই দেশ মিলিয়ে আহত লক্ষাধিক মানুষ।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী,  ভূমিকম্পে ধসে পড়া কিংবা মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হওয়া ভবনের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি। ভবনগুলিতে ৫ লক্ষ ২০ হাজার ফ্ল্যাট ছিল। নির্বাচনকে সামনে রেখে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোগান এক বছরের মধ্যে ঘরবাড়ি পুনর্র্নিমাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

যদিও বিশেষজ্ঞরা বলছেন, কর্তৃপক্ষের উচিত, বাড়ি নির্মাণে তাড়াহুড়ো না করে নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া। ভূমিকম্প প্রতিরোধী বলে দাবি করা তুরস্কের কিছু ভবনও এবারের ভূমিকম্পে ধসে পড়েছে। তুরস্কের এক কর্মকর্তা বলেন, কয়েকটি প্রকল্পের জন্য টেন্ডার ও চুক্তি সম্পন্ন হয়েছে।

এ প্রক্রিয়া খুব দ্রুত এগোচ্ছে। তিনি আরও বলেন, নিরাপত্তা প্রশ্নে কোনও আপস করা হবে না। কর্তৃপক্ষ বলেছে, গৃহহীন মানুষদের তাঁবু দেওয়া হচ্ছে। এদিকে, তুর্কি প্রেসিডেন্ট ক্ষতিগ্রস্ত অঞ্চলে ২ লক্ষ বাড়ি তৈরির ঘোষণা করেছেন। মার্চ থেকেই শুরু হবে নির্মাণকাজ। রাষ্ট্রসংঘ বলছে, তুরস্কে অন্তত ৫ লক্ষ নতুন বাড়ি তৈরি করা প্রয়োজন।