০৪ অক্টোবর ২০২৫, শনিবার, ১৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, ভর্তি দিল্লির বেসরকারি হাসপাতালে

কিবরিয়া আনসারি
- আপডেট : ২৪ জুন ২০২৫, মঙ্গলবার
- / 194
নয়াদিল্লি: ফের অসুস্থ ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। গত তিন দিন ধরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সূত্রের খবর, ৮১ বছর বসয়ী সোরেন গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে খবর।
বাবার শারীরিক অবস্থা নিয়ে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বলেন, “দীর্ঘদিন ধরে এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন তিনি। সম্প্রতি তাঁকে এখানে ভর্তি করা হয়েছে। তাই আমরা তাঁকে দেখতে এসেছি। বর্তমানে তার শারীরিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে।”