১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ডমিনোস পিৎজার টপিংসে লোহার নাট বল্টু, ক্ষুব্ধ গ্রাহক

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার
  • / 49

পুবের লম, ওয়েবডেস্ক: ডমিনোস পিৎজার টপিংসে এবার পাওয়া গেল লোহার নাট বল্টু! গত ২৯ জুলাই ডমিনোসের টেকওয়ে থেকে পিৎজা অর্ডার করেন এক মহিলা। পিৎজাটি খাওয়ার সময় হঠাৎ ঘটে এই কাণ্ড। তিনি যখন খেতে শুরু করেছেন, তখনই ময়দার পিৎজাতে এই ধাতব জিনিসটি খুঁজে পান। এই ঘটনায় রীতিমতো ঘাবড়ে যান তিনি। এর পরেই তিনি ফোন করেন ফ্লিটউড রোড নর্থের আউটলেটে। এই ঘটনার কথা জানিয়ে টাকা ফেরৎ চান তিনি। মহিলা বক্তব্য শুনে, আউটলেটটি ক্ষমা চেয়েছে এবং এমনকি পিৎজার জন্য বরাদ্দ টাকাও ফেরত দিয়েছে।

এদিকে ঘটনায় মানুষের মধ্যে রীতিমতো ভয় ও আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছ।

ভুক্তভোগী ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা জানিয়ে একটি স্থানীয় খাদ্য সংস্থাকে ট্যাগ করেছে। তিনি লিখেছেন, ‘দয়া করে খাওয়ার আগে আপনারা পিৎজা ভালো করে পরীক্ষা করে দেখে নেবেন। এই পিৎজা আমি খেলে মারাত্মক বিপদ হতে পারত। ফ্লিটউড আরডি নর্থের থর্নটন-ক্লিভেলিস শাখায় ডমিনোস পিৎজা থেকে অর্ডার করার সময় সতর্ক থাকুন।’

ডমিনোস পিৎজা এক বিবৃতিতে জানিয়েছে, ডমিনোসে আমরা গ্রাহকদের সন্তুষ্টি এবং নিরাপত্তা অত্যন্ত যত্ন সহকারে খেয়াল রাখি। তবে এই ধরনের ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত বিরল। আমরা ক্ষমাপ্রার্থী।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডমিনোস পিৎজার টপিংসে লোহার নাট বল্টু, ক্ষুব্ধ গ্রাহক

আপডেট : ২৩ অগাস্ট ২০২১, সোমবার

পুবের লম, ওয়েবডেস্ক: ডমিনোস পিৎজার টপিংসে এবার পাওয়া গেল লোহার নাট বল্টু! গত ২৯ জুলাই ডমিনোসের টেকওয়ে থেকে পিৎজা অর্ডার করেন এক মহিলা। পিৎজাটি খাওয়ার সময় হঠাৎ ঘটে এই কাণ্ড। তিনি যখন খেতে শুরু করেছেন, তখনই ময়দার পিৎজাতে এই ধাতব জিনিসটি খুঁজে পান। এই ঘটনায় রীতিমতো ঘাবড়ে যান তিনি। এর পরেই তিনি ফোন করেন ফ্লিটউড রোড নর্থের আউটলেটে। এই ঘটনার কথা জানিয়ে টাকা ফেরৎ চান তিনি। মহিলা বক্তব্য শুনে, আউটলেটটি ক্ষমা চেয়েছে এবং এমনকি পিৎজার জন্য বরাদ্দ টাকাও ফেরত দিয়েছে।

এদিকে ঘটনায় মানুষের মধ্যে রীতিমতো ভয় ও আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছ।

ভুক্তভোগী ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা জানিয়ে একটি স্থানীয় খাদ্য সংস্থাকে ট্যাগ করেছে। তিনি লিখেছেন, ‘দয়া করে খাওয়ার আগে আপনারা পিৎজা ভালো করে পরীক্ষা করে দেখে নেবেন। এই পিৎজা আমি খেলে মারাত্মক বিপদ হতে পারত। ফ্লিটউড আরডি নর্থের থর্নটন-ক্লিভেলিস শাখায় ডমিনোস পিৎজা থেকে অর্ডার করার সময় সতর্ক থাকুন।’

ডমিনোস পিৎজা এক বিবৃতিতে জানিয়েছে, ডমিনোসে আমরা গ্রাহকদের সন্তুষ্টি এবং নিরাপত্তা অত্যন্ত যত্ন সহকারে খেয়াল রাখি। তবে এই ধরনের ঘটনা সত্যিই দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত বিরল। আমরা ক্ষমাপ্রার্থী।