০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

স্পাইওয়্যার পেগাসাস কেলেঙ্কারি সামাল দিতে পদক্ষেপ, ‘টাস্ক ফোর্স’ গঠন করল ইসরাইল

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমানে করোনার পর বিশ্বে সবচেয়ে আলোচিত খবর স্পাইওয়্যার পেগাসাস কেলেঙ্কারি। গোটা দুনিয়া এক কথায় তোলপাড় হয়ে যাচ্ছে। এই কেলেঙ্কারি সামলাতে এবার ‘টাস্ক ফোর্স গঠন করল ইসরাইল।  

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

গোটা বিশ্বজুড়ে মানবধিকার কর্মী, সাংবাদিক, রাজনীতিকবিদদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর তা সামাল দিতে এ পদক্ষেপ নিয়েছে দেশের সরকার। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেন, এনএসওর পেগাসাস প্রকল্পের কথা জানাজানি হওয়ার পর তাদের সরকার বিষয়টি সমস্ত বিষয় খতিয়ে দেখছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

এই টাস্ক ফোর্স গঠিত হয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক গোয়েন্দা বিভাগ ও জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের নিয়ে।

আরও পড়ুন: ইসরাইলের উসকানিমূলক আচরণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি: মিশরের প্রেসিডেন্ট সিসি

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্য দিয়ে পেগাসাস কেলেঙ্কারি সমস্ত দুনিয়ার সামনে এসেছে।

ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটঅয়্যার পেগাসাস ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকারগুলো এই নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র  এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে।

এই হ্যাকিংয়ের তালিকায় ভারতের অন্তত ৩০০ রাজনীতিবিদ, সাংবাদিক, অধিকারকর্মী, বিজ্ঞানীর নাম রয়েছে। ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, ইসরায়েলি প্রতিষ্ঠান এসএসও গ্রুপ পেগাসাস নামে এই ম্যালয়্যার তৈরি করেছে, যা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করতে যেমন সক্ষম, তেমনি কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোন চালুও রাখতে পারে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্পাইওয়্যার পেগাসাস কেলেঙ্কারি সামাল দিতে পদক্ষেপ, ‘টাস্ক ফোর্স’ গঠন করল ইসরাইল

আপডেট : ২২ জুলাই ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বর্তমানে করোনার পর বিশ্বে সবচেয়ে আলোচিত খবর স্পাইওয়্যার পেগাসাস কেলেঙ্কারি। গোটা দুনিয়া এক কথায় তোলপাড় হয়ে যাচ্ছে। এই কেলেঙ্কারি সামলাতে এবার ‘টাস্ক ফোর্স গঠন করল ইসরাইল।  

আরও পড়ুন: ইসরাইলকে ৪৩৬৫ কোটি টাকার অস্ত্র দিচ্ছে আমেরিকা, দেওয়া হবে ‘বম্ব গাইডেন্স কিট’ও

গোটা বিশ্বজুড়ে মানবধিকার কর্মী, সাংবাদিক, রাজনীতিকবিদদের ফোনে নজরদারি চালানোর ঘটনা ফাঁস হওয়ার পর তা সামাল দিতে এ পদক্ষেপ নিয়েছে দেশের সরকার। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ বলেন, এনএসওর পেগাসাস প্রকল্পের কথা জানাজানি হওয়ার পর তাদের সরকার বিষয়টি সমস্ত বিষয় খতিয়ে দেখছে।

আরও পড়ুন: গাজায় যুদ্ধ থামিয়ে ছেলেকে ফিরিয়ে আনুন, ট্রাম্পের কাছে কাতর আর্জি এক বন্দি ইসরায়েলি নাগরিকের মায়ের

এই টাস্ক ফোর্স গঠিত হয়েছে দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিচার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক গোয়েন্দা বিভাগ ও জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিদের নিয়ে।

আরও পড়ুন: ইসরাইলের উসকানিমূলক আচরণ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি: মিশরের প্রেসিডেন্ট সিসি

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্রের অনুসন্ধানের মধ্য দিয়ে পেগাসাস কেলেঙ্কারি সমস্ত দুনিয়ার সামনে এসেছে।

ইসরায়েলের তৈরি হ্যাকিং সফটঅয়্যার পেগাসাস ব্যবহার করে কর্তৃত্ববাদী সরকারগুলো এই নজরদারি চালাচ্ছিল বলে অভিযোগ উঠেছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানসহ ১৬টি সংবাদপত্র  এই হ্যাকিংয়ের ঘটনা ফাঁস করেছে।

এই হ্যাকিংয়ের তালিকায় ভারতের অন্তত ৩০০ রাজনীতিবিদ, সাংবাদিক, অধিকারকর্মী, বিজ্ঞানীর নাম রয়েছে। ভারত সরকার এই আড়িপাতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

প্রসঙ্গত, ইসরায়েলি প্রতিষ্ঠান এসএসও গ্রুপ পেগাসাস নামে এই ম্যালয়্যার তৈরি করেছে, যা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড ফোনে ঢুকে ব্যবহারকারীর মেসেজ, ছবি, ইমেইল পাচার করতে যেমন সক্ষম, তেমনি কল রেকর্ড এবং গোপনে মাইক্রোফোন চালুও রাখতে পারে।