সাংবাদিককে গুলি করে হত্যা

- আপডেট : ২৩ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 21
পুবের কলম ওয়েবডেস্ক: আমেরিকার ফ্লোরিডার অরল্যান্ডোর অরেঞ্জ কাউন্টিতে একটি হত্যাকাণ্ডের বিস্তারিত তথ্য সংগ্রহ করতে গিয়ে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে এক মার্কিন টিভি সাংবাদিক নিহত হয়েছেন। ঘটনাস্থলে ৯ বছরের একটি ছোট্ট মেয়েও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। মেয়েটির মা এবং অপর একজন সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তারা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। সন্দেহভাজন ১৯ বছরের কেইথ মোজেস গুলি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে সে ২০ বছরের এক তরুণীকে হত্যা করে। বুধবার সকালে ওই তরুণীকে হত্যা করা হয়। এই ঘটনা কভার করতে যাওয়া ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ টেলিভিশনের দুই সাংবাদিককে লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ। এতে এক সাংবাদিক নিহত হন। সন্দেহভাজন বন্দুকবাজ কেইথ মোজেসকে আটক করেছে পুলিশ। সাংবাদিক নিহতের পরও ঘটনাস্থলের সরাসরি সংবাদ প্রচার চালিয়ে যায় স্পেক্ট্রাম ১৩ টেলিভিশন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যাঁ-পিয়েরে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।