পেসমেকার বসানো হল বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে

- আপডেট : ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার
- / 5
পুবের কলম প্রতিবেদকঃ পেসমেকার বাসানো হয় সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে। বৃহস্পতিবার হঠাৎ করে শরীরে অস্বস্তি বোধ করায় তাঁকে যাদবপুর-সন্তোষপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্রে খবর, সত্তরোর্দ্ধ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের শারীরিক অবস্থা স্থীতিশীল। তবে তাঁকে আরও কয়েকদিন হাসপাতালে রাখা হবে। সিপিএম সাংসদের দ্রুত আরোগ্য কামনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারি এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
জানা গিয়েছে, আগে থেকেই তাঁর হার্টের সমস্যা ছিল। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা বুকে পেসমেকার বসানোর পরামর্শ দেন। রাতেই তাঁর বুকে পেসমেকার বসানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। কিছু নিয়মকানুন মেনে দিব্বি স্বাভাবিক জীবনযাপন করা যাবে।
আরোগ্য কামনা করেছেন কুণাল ঘোষও। এক্সে কুণাল লিখেছেন, ‘সিপিএম নেতা আইনজীবী বিকাশরঞ্জন ভটাচার্যের দ্রুত আরোগ্য কামনা করি। রাজনৈতিক মতপ্রার্থক্য তীব্র ভাবেই থাকবে। কিন্তু তার আগে আপনি আগে সুস্থ হয়ে উঠুন।’
সিপিএম সংসাদের দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডেলে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু আধিকরী লিখেছেন,‘রাজ্যসভার সাংসদ ও কলকাতা হাইকোর্ট-সুপ্রিম কোর্টের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের বুকে পেসমেকার বসানো হয়েছে। ওঁর দ্রুত সুস্থতা কামনা করি। খুব তাড়াতাড়ি আবার কোর্টরুমে দেখার অপেক্ষায় রইলাম।’