Pahalgam terror attack: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্রীয় সরকার

- আপডেট : ২ মে ২০২৫, শুক্রবার
- / 22
পুবের কলম, ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ইউটিউব চ্যানেল ব্লক করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল থেকে ভারত বিরোধী এবং উসকানিমূলক ভিডিয়ো পোস্ট করার অভিযোগ। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে পাক প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ব্লক করার সিদ্ধান্ত মোদি সরকারের।
আরও পড়ুন: মহিলাদের ‘সতীত্ব’ নিয়ে অবমাননাকর মন্তব্য, হিমন্তের বিরুদ্ধে দায়ের এফআইআর
শুধু কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক নয়। পাকিস্তানের সঙ্গে ডিজিটাল যুদ্ধের পথে হাঁটছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই পাকিস্তানের বেশ কিছু সেলব্রিটির ইউটিউব চ্যানেল বন্ধ করা হয়েছে। একাধিক প্রাক্তন ক্রিকেটারের সোশাল মিডিয়া অ্যাকাউন্ডও ব্লক করা হয়েছে। দিন দুই আগে পাক প্রতিরক্ষামন্ত্রীর এক্স হ্যান্ডেলও ব্লক করেছে সরকার। এবার পড়শি দেশের প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল ব্লক করা হল। যা রীতিমতো নজিরবিহীন। এবার পাকিস্তান এর পাল্টা কী পদক্ষেপ করে সেদিকে নজর কূটনৈতিক মহলের।