সপ্তাহজুড়ে বৃষ্টি মুখর পরিবেশ দক্ষিণবঙ্গে

- আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 254
পুবের কলম ওয়েবডেস্ক : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে সপ্তাহজুড়ে বৃষ্টি মুখর পরিবেশ বঙ্গে। আকাশের মুখও বেশ ভার। আর এই বৃষ্টির জেরে তীব্র গরমের হাত থেকে কিছুটা স্বস্তিও মিলেছে। নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ায় এই বৃষ্টি মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায় বৃহস্পতিবার ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ৩০ থেকে ৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়া সহ কলকাতা ও দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতে ঝড়বৃষ্টি হতে পারে বলে খবর।
আলিপুর আবহাওয়া দফতর আগামী শুক্রবারের জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামভাবে হলুদ সতর্কতা জারি করেছে। এমনকি উত্তরবঙ্গেও দুর্যোগ চলবে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
এছাড়া জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকি দার্জিলিং ও কালিম্পঙ জেলায় আগামী সোমবারের জন্য আগাম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কারণ এই দুই জেলায় কালিম্পঙেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।