২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি, ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন বিশিষ্ট গীতিকার  জাভেদ আখতার

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার
  • / 56

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিলকিস বানো গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত  ১১জনকে গত ১৫ অগস্ট মুক্তি দিয়েছে গুজরাত সরকার। সমাজের বিভিন্ন স্তরেই এই  নিয়ে সংঘঠিত হচ্ছে প্রতিবাদ।

দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের নানা স্তরের মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। মানবাধিকারকর্মী, শিক্ষক, সাহিত্যিকসহ সমাজের সকল অংশের প্রতিনিধিদের এই মিছিলে এবার শামিল হয়েছেন বিশিষ্ট কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার।

 

এই বিশিষ্ট কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার ট্যুইট বার্তায় লিখছেন   পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ, তিন বছরের শিশুকে আছড়ে মেরে ফেলার পরও দোষীদের যদি মুক্তি দেওয়া হয়, মিষ্টি মুখ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, তা হলে আমি নিশ্চিত, এই সমাজের ঘোরতর কোনো অসুখ হয়েছে। আমাদের মধ্যে কিছু গণ্ডগোল তো রয়েছেই, সবকিছু নতুন করে ভেবে  দেখার সময় এসছে।

বিলকিস কান্ডে মুখ খুলেছেন বিচারপতি মৃদুলা ভাটকরও তিনি বলেন, এই দোষীদের  শাস্তি মট্যকুফ করায় সাধারণ মানুষ বিচারব্যবস্থার সমালোচনা করছেন। অথচ বিচারকরা এর জন্য কোনোভাবেই দায়ী নয়। আমি সবাইকে জানাতে চাই, বিচারপতিরা মানবাধিকার রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

জেল থেকে মুক্তি পাওয়ার পর ১১জন  দন্ডিত  – রাধেশ্যাম শাহ, যশবন্ত চতুরভাই নাই, কেশুভাই ভাদানিয়া, বাকাভাই ভাদানিয়া, রাজীভাই সোনি, রমেশভাই চৌহান, শৈলেশভাই ভট্ট, বিপিন চন্দ্র জোশী, গোবিন্দভাই নাই, মিতেশ ভাট, প্রদীপ মোধিয়া  বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে  মালা দিয়ে বরণ করা হয়।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি, ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন বিশিষ্ট গীতিকার  জাভেদ আখতার

আপডেট : ২০ অগাস্ট ২০২২, শনিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ বিলকিস বানো গণধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত  ১১জনকে গত ১৫ অগস্ট মুক্তি দিয়েছে গুজরাত সরকার। সমাজের বিভিন্ন স্তরেই এই  নিয়ে সংঘঠিত হচ্ছে প্রতিবাদ।

দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের নানা স্তরের মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন। মানবাধিকারকর্মী, শিক্ষক, সাহিত্যিকসহ সমাজের সকল অংশের প্রতিনিধিদের এই মিছিলে এবার শামিল হয়েছেন বিশিষ্ট কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার।

 

এই বিশিষ্ট কবি, গীতিকার এবং চিত্রনাট্যকার ট্যুইট বার্তায় লিখছেন   পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ, তিন বছরের শিশুকে আছড়ে মেরে ফেলার পরও দোষীদের যদি মুক্তি দেওয়া হয়, মিষ্টি মুখ করিয়ে ফুলের মালা দিয়ে বরণ করা হয়, তা হলে আমি নিশ্চিত, এই সমাজের ঘোরতর কোনো অসুখ হয়েছে। আমাদের মধ্যে কিছু গণ্ডগোল তো রয়েছেই, সবকিছু নতুন করে ভেবে  দেখার সময় এসছে।

বিলকিস কান্ডে মুখ খুলেছেন বিচারপতি মৃদুলা ভাটকরও তিনি বলেন, এই দোষীদের  শাস্তি মট্যকুফ করায় সাধারণ মানুষ বিচারব্যবস্থার সমালোচনা করছেন। অথচ বিচারকরা এর জন্য কোনোভাবেই দায়ী নয়। আমি সবাইকে জানাতে চাই, বিচারপতিরা মানবাধিকার রক্ষা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

জেল থেকে মুক্তি পাওয়ার পর ১১জন  দন্ডিত  – রাধেশ্যাম শাহ, যশবন্ত চতুরভাই নাই, কেশুভাই ভাদানিয়া, বাকাভাই ভাদানিয়া, রাজীভাই সোনি, রমেশভাই চৌহান, শৈলেশভাই ভট্ট, বিপিন চন্দ্র জোশী, গোবিন্দভাই নাই, মিতেশ ভাট, প্রদীপ মোধিয়া  বিশ্ব হিন্দু পরিষদ কার্যালয়ে  মালা দিয়ে বরণ করা হয়।