২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  প্রখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব, অবস্থা অত্যন্ত আশংকাজনক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার
  • / 94

 

পুবের কলম ওয়েবডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  প্রখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। এইমসে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রের খবর রাজু শ্রীবাস্তবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

৫৮ বছর বয়সী এই কৌতুক অভিনেতার ইতিমধ্যেই অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়েছে। রাজু শ্রীবাস্তবের ভাই  অশোক শ্রীবাস্তব জানিয়েছেন ট্রেডমিলে হাঁটার সময় হটাৎ করেই পড়ে যান রাজু। সঙ্গে সঙ্গে জ্ঞানও হারান। দেরি না করে তাঁকে এইমসে আনা হয়। অভিনেতার স্ত্রী ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন।

হিন্দি টেলিভিসন এবং বলিউডে অত্যন্ত সুপরিচিত মুখ রাজু শ্রীবাস্তব।  ১৯৮০ শেষের দিক থেকে বিনোদন শিল্পী হিসেবে কাজ শুরু করেন।   ২০০৫  সালে স্ট্যান্ড-আপ কমেডি শো “দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ” এর প্রথম সিজনে তাঁর কৌতুক অভিনয় সকলের মন জয় করে নেয়।  তিনি “ম্যায়নে পেয়ার কিয়া”, “বাজিগর”, “বোম্বে টু গোয়া” (রিমেক) এবং “আমদানি আথানি খারচা রুপাইয়া” এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন।তিনি “বিগ বস” সিজন থ্রির একজন প্রতিযোগী ছিলেন। রাজু শ্রীবাস্তব উত্তরপ্রদেশের চলচ্চিত্র উন্নয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  প্রখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব, অবস্থা অত্যন্ত আশংকাজনক

আপডেট : ১১ অগাস্ট ২০২২, বৃহস্পতিবার

 

পুবের কলম ওয়েবডেস্কঃ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি  প্রখ্যাত কৌতুক অভিনেতা রাজু শ্রীবাস্তব। এইমসে ভর্তি করা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রের খবর রাজু শ্রীবাস্তবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

৫৮ বছর বয়সী এই কৌতুক অভিনেতার ইতিমধ্যেই অ্যাঞ্জিওপ্ল্যাস্টি করা হয়েছে। রাজু শ্রীবাস্তবের ভাই  অশোক শ্রীবাস্তব জানিয়েছেন ট্রেডমিলে হাঁটার সময় হটাৎ করেই পড়ে যান রাজু। সঙ্গে সঙ্গে জ্ঞানও হারান। দেরি না করে তাঁকে এইমসে আনা হয়। অভিনেতার স্ত্রী ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন।

হিন্দি টেলিভিসন এবং বলিউডে অত্যন্ত সুপরিচিত মুখ রাজু শ্রীবাস্তব।  ১৯৮০ শেষের দিক থেকে বিনোদন শিল্পী হিসেবে কাজ শুরু করেন।   ২০০৫  সালে স্ট্যান্ড-আপ কমেডি শো “দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ” এর প্রথম সিজনে তাঁর কৌতুক অভিনয় সকলের মন জয় করে নেয়।  তিনি “ম্যায়নে পেয়ার কিয়া”, “বাজিগর”, “বোম্বে টু গোয়া” (রিমেক) এবং “আমদানি আথানি খারচা রুপাইয়া” এর মতো হিন্দি ছবিতে অভিনয় করেছেন।তিনি “বিগ বস” সিজন থ্রির একজন প্রতিযোগী ছিলেন। রাজু শ্রীবাস্তব উত্তরপ্রদেশের চলচ্চিত্র উন্নয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।