০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

জেদ্দায় হুথি বিদ্রোহীদের রকেট হামলা, পালটা অভিযান সউদি জোট

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার
  • / 49

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদক : লোহিত সাগরের তীরে সউদি আরবের বন্দরনগরী জেদ্দায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সউদি আরামকোর এক তেল সংরক্ষণাগারে হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার জেদ্দার এই তেল সংরক্ষণাগারে রকেট হামলা চালায় এই বিদ্রোহীরা। হামলার ফলে জেদ্দায় প্রকাণ্ড আগুনের কুণ্ডলি উঠতে দেখা যায়। সউদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ থেকে জানানো হয়, হামলায় উত্তর জেদ্দার তেল সংরক্ষণাগারের দু’টি ট্যাঙ্কে আগুন লেগে যায়, তবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হামলায় কেউ হতাহত হয়নি বলে জোটের পক্ষ থেকে জানানো হয়।

 

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

জোটের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল তুরকি আল-মালিকি বলেন, ‘এই শত্রুতাপূর্ণ হামলা তেল স্থাপনা লক্ষ্য করে করা হয়েছে এবং এর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির মেরুদণ্ডকে দুর্বল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ শুক্রবার হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি সউদি আরবের জেদ্দায় এই হামলা চালানোর কথা জানিয়েছেন এক টু্ইট বার্তায়।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

 

আরও পড়ুন: YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে পালটা অভিযান চালিয়েছে সউদির জোট বাহিনী। জোট বাহিনী জানিয়েছে, শনিবার ভোররাতে তারা হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগর তীরবর্তী বন্দরশহর হোদেইদাহে বিমান হামলা চালিয়েছে।’ বিশ্বের জ্বালানি উৎসগুলো ‘রক্ষা ও সরবরাহ চেইন নিশ্চিত করা’ তাদের লক্ষ্য এবং এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে সউদি জোট– খবর বার্তা সংস্থা রয়টার্সের।

 

অভিযান প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইরানের মিত্র হুথিদের এই শত্রুতামূলক ব্যবহারের’ পরিণতির জন্য তৈরি থাকতে হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুথিদের আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, জোট বাহিনীর যুদ্ধবিমানগুলো হোদেইদাহ শহরে হামলা চালিয়েছে এবং সেগুলো এখনও সেখানে আনাগোনা করছে। স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হোদেইদাহ বন্দরের কাছে হামলাগুলো চালানো হয়েছে।
আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, জোট বাহিনী হোদেইদাহের সালিফ বন্দর, বিদ্যুৎ কর্পোরেশন ও তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সানার বাসিন্দারা রায়টার্সকে জানান, জোট বাহিনী শহরের দক্ষিণাংশে সাফের তেল কোম্পানির প্রশাসনিক ভবনে বোমাবর্ষণ করেছে।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেদ্দায় হুথি বিদ্রোহীদের রকেট হামলা, পালটা অভিযান সউদি জোট

আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদক : লোহিত সাগরের তীরে সউদি আরবের বন্দরনগরী জেদ্দায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সউদি আরামকোর এক তেল সংরক্ষণাগারে হামলা করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার জেদ্দার এই তেল সংরক্ষণাগারে রকেট হামলা চালায় এই বিদ্রোহীরা। হামলার ফলে জেদ্দায় প্রকাণ্ড আগুনের কুণ্ডলি উঠতে দেখা যায়। সউদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ থেকে জানানো হয়, হামলায় উত্তর জেদ্দার তেল সংরক্ষণাগারের দু’টি ট্যাঙ্কে আগুন লেগে যায়, তবে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। হামলায় কেউ হতাহত হয়নি বলে জোটের পক্ষ থেকে জানানো হয়।

 

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

জোটের মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল তুরকি আল-মালিকি বলেন, ‘এই শত্রুতাপূর্ণ হামলা তেল স্থাপনা লক্ষ্য করে করা হয়েছে এবং এর মাধ্যমে জ্বালানি নিরাপত্তা ও বিশ্ব অর্থনীতির মেরুদণ্ডকে দুর্বল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।’ শুক্রবার হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহইয়া সারি সউদি আরবের জেদ্দায় এই হামলা চালানোর কথা জানিয়েছেন এক টু্ইট বার্তায়।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: কাশ্মীরের ঘটনায় সরব PALESTINE

 

আরও পড়ুন: YouTube দেখে নিজের পেট কেটে অস্ত্রোপচার যুবকের, সংকটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে পালটা অভিযান চালিয়েছে সউদির জোট বাহিনী। জোট বাহিনী জানিয়েছে, শনিবার ভোররাতে তারা হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা ও লোহিত সাগর তীরবর্তী বন্দরশহর হোদেইদাহে বিমান হামলা চালিয়েছে।’ বিশ্বের জ্বালানি উৎসগুলো ‘রক্ষা ও সরবরাহ চেইন নিশ্চিত করা’ তাদের লক্ষ্য এবং এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে সউদি জোট– খবর বার্তা সংস্থা রয়টার্সের।

 

অভিযান প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইরানের মিত্র হুথিদের এই শত্রুতামূলক ব্যবহারের’ পরিণতির জন্য তৈরি থাকতে হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হুথিদের আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, জোট বাহিনীর যুদ্ধবিমানগুলো হোদেইদাহ শহরে হামলা চালিয়েছে এবং সেগুলো এখনও সেখানে আনাগোনা করছে। স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হোদেইদাহ বন্দরের কাছে হামলাগুলো চালানো হয়েছে।
আল মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, জোট বাহিনী হোদেইদাহের সালিফ বন্দর, বিদ্যুৎ কর্পোরেশন ও তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। সানার বাসিন্দারা রায়টার্সকে জানান, জোট বাহিনী শহরের দক্ষিণাংশে সাফের তেল কোম্পানির প্রশাসনিক ভবনে বোমাবর্ষণ করেছে।