নবান্ন পর্যন্ত পৌঁছানোই বিজেপি কর্মীদের মূল লক্ষ্য, কত লোক হল সেটা বিষয় নয়, হাওড়ায় বললেন সুকান্ত- শমীকরা
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, মঙ্গলবার
- / 64
আইভি আদক, হাওড়া: নবান্ন পর্যন্ত পৌঁছানোই বিজেপি কর্মীদের মূল লক্ষ্য এবং এটাই টার্গেট। কত জনসমাগম হল এটা কোনও প্রশ্ন নয় নবান্নের কাছে পৌঁছানো সেটাই তাদের টার্গেট। মঙ্গলবার নবান্ন অভিযান কর্মসূচিতে হাওড়া ময়দানে এসে একথাই জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার হাওড়া স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন
, এরকম লড়াকু কর্মী সমর্থক অন্য রাজনৈতিক দলে পাওয়া যায়না।আবহাওয়া খারাপ, নানা জায়গায় আটকে দেওয়া হচ্ছে বিজেপি কর্মী-সমর্থকদের। কিন্তু তারপরেও লড়াকু বিজেপি কর্মী-সমর্থকরা দলে দলে এসে পৌঁছাচ্ছেন। আমি এই দলের রাজ্য সভাপতি হিসেবে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এমন লড়াকু কর্মী-সমর্থক অন্য রাজনৈতিক দলের নেই। এরা আমাদের সম্পদ।
.