২২ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই

আবুল খায়ের
  • আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার
  • / 57

পুবের কলম,ওয়েব ডেস্কঃ ২০২৬-এর পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন/সুপারিশ জমা দেওয়া ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এ বছর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই। কেবলমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল-এর মাধ্যমে মনোনয়ন ও সুপারিশ জমা নেওয়া হয়।

পদ্ম পুরস্কার, যেমন , পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। ১৯৫৪ সাল থেকে এই পুরস্কার প্রদানের সূচনা হয়। কলা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সামাজিক কাজ, বিজ্ঞান ও কারিগরি, জনকল্যাণমূলক কাজ, নাগরিক পরিষেবা, শিল্প ও বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের সাক্ষ্য হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। জাতি, পেশা, লিঙ্গ বা সামাজিক অবস্থা নির্বিশেষে এই পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রায়ত্ত সংস্থাসহ সরকারি কর্মচারীদের জন্য পদ্ম পুরস্কারের আবেদন/সুপারিশ করা যাবে না।

তবে সেক্ষেত্রে ব্যতিক্রম কেবলমাত্র চিকিৎসক ও বৈজ্ঞানিকরা। স্বমনোনয়ন সহ দেশের সব নাগরিকরাই মনোনয়ন ও সুপারিশ করতে পারেন। মহিলা, পিছিয়ে পড়া শ্রেণী, তপশিলি জাতি ও উপজাতি, দিব্যাঙ্গ এবং সমাজের জন্য যারা নিঃস্বার্থ সেবা করছেন, তাদের মধ্য থেকে প্রতিভাবান ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশ করা যেতে পারে। পোর্টালে প্রস্তাবিত ফর্ম্যাটে মনোনয়ন ও সুপারিশের জন্য প্রাসঙ্গিক বিস্তারিত তথ্য জানাতে হবে। সেইসঙ্গে, তিনি তার নিজস্ব ক্ষেত্রে কি অসাধারণ সাফল্য বা কৃতিত্বের নজির গড়েছেন, সে ব্যাপারে সর্বোচ্চ ৮০০ শধের মধ্যে একটি বায়োডেটা জমা দিতে হবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই

আপডেট : ২০ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম,ওয়েব ডেস্কঃ ২০২৬-এর পদ্ম পুরস্কারের জন্য মনোনয়ন/সুপারিশ জমা দেওয়া ১৫ এপ্রিল থেকে শুরু হয়েছে। প্রতি বছর সাধারণতন্ত্র দিবসে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এ বছর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৩১ জুলাই। কেবলমাত্র রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল-এর মাধ্যমে মনোনয়ন ও সুপারিশ জমা নেওয়া হয়।

পদ্ম পুরস্কার, যেমন , পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান। ১৯৫৪ সাল থেকে এই পুরস্কার প্রদানের সূচনা হয়। কলা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া, চিকিৎসা, সামাজিক কাজ, বিজ্ঞান ও কারিগরি, জনকল্যাণমূলক কাজ, নাগরিক পরিষেবা, শিল্প ও বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের সাক্ষ্য হিসেবে এই পুরস্কার প্রদান করা হয়। জাতি, পেশা, লিঙ্গ বা সামাজিক অবস্থা নির্বিশেষে এই পুরস্কার প্রদান করা হয়। রাষ্ট্রায়ত্ত সংস্থাসহ সরকারি কর্মচারীদের জন্য পদ্ম পুরস্কারের আবেদন/সুপারিশ করা যাবে না।

তবে সেক্ষেত্রে ব্যতিক্রম কেবলমাত্র চিকিৎসক ও বৈজ্ঞানিকরা। স্বমনোনয়ন সহ দেশের সব নাগরিকরাই মনোনয়ন ও সুপারিশ করতে পারেন। মহিলা, পিছিয়ে পড়া শ্রেণী, তপশিলি জাতি ও উপজাতি, দিব্যাঙ্গ এবং সমাজের জন্য যারা নিঃস্বার্থ সেবা করছেন, তাদের মধ্য থেকে প্রতিভাবান ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশ করা যেতে পারে। পোর্টালে প্রস্তাবিত ফর্ম্যাটে মনোনয়ন ও সুপারিশের জন্য প্রাসঙ্গিক বিস্তারিত তথ্য জানাতে হবে। সেইসঙ্গে, তিনি তার নিজস্ব ক্ষেত্রে কি অসাধারণ সাফল্য বা কৃতিত্বের নজির গড়েছেন, সে ব্যাপারে সর্বোচ্চ ৮০০ শধের মধ্যে একটি বায়োডেটা জমা দিতে হবে।