‘আমার মুসলিম নাম রেখেছিলেন এক হিন্দু জ্যোতিষী’: এ আর রহমান

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 121
পুবের কলম, ওয়েবডেস্ক: বিশ্ববিখ্যাত সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমান জানিয়েছেন, আসলে তাঁর মুসলিম নাম প্রস্তাব করেছিলেন এক হিন্দু জ্যোতিষী। রহমান বলেছেন, সুফি ইসলাম গ্রহণ ছিল তাঁর নিজের অন্তরের সিদ্ধান্ত—কেউ তাঁকে এতে বাধ্য করেননি।
রহমানের আসল নাম ছিল এ. এস. দিলীপ কুমার। তাঁর মা ছিলেন একজন ধর্মচর্চায় বিশ্বাসী হিন্দু নারী। রহমান বলেন, “আমাদের বাড়ির দেওয়ালে ছিল হিন্দু দেবদেবীর ছবি, মা মেরির মূর্তি, এমনকি মক্কা-মদিনার ছবিও। ছোটবেলা থেকেই আমরা আধ্যাত্মিক পরিবেশে বড় হয়েছি।”
পিতার অকালমৃত্যুর পর কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয় তাঁদের পরিবারকে। সেই সময় থেকেই সুফিবাদের প্রতি টান অনুভব করেন রহমান। তিনি বলেন, “সুফি পথ আমাদের মনকে শান্তি দিয়েছে, আত্মিকভাবে উন্নত করেছে। তাই মা আর আমি সিদ্ধান্ত নিই এই পথ অনুসরণ করার।”
রহমান আরও জানান, “আমি কখনো আমার পুরোনো নামটা পছন্দ করতাম না। একবার বোনের কুণ্ডলী দেখাতে আমরা এক হিন্দু জ্যোতিষীর কাছে গিয়েছিলাম। তখন তিনি আমাকে ‘আবদুর রহমান’ অথবা ‘আবদুর রহিম’ নাম নিতে বলেন। আমি সঙ্গে সঙ্গে ‘রহমান’ নামটা ভালোবেসে নিই। তাই আমার মুসলিম নামটি আসলে দিয়েছেন একজন হিন্দু জ্যোতিষী।”
এ আর রহমান গত তিন দশকে রোজা, বোম্বে, তাল, রকস্টার, সাথিয়া–সহ অসংখ্য চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন, যা তাঁকে বিশ্বের অন্যতম প্রভাবশালী সুরকারে পরিণত করেছে।