০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দুরন্ত গতিতে ধেয়ে আসছে গ্রহাণু!

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার
  • / 49

পুবের কলম, ওয়েবডেস্কঃ ব্যাপক গতি নিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। পৃথিবীর কাছে এসে এর গতিবেগ হবে ঘণ্টায় ৪৩ হাজার ৭৫৪ মাইল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, গ্রহাণুটি সভ্যতার পক্ষে বিপজ্জনক হয়ে ওঠার একটি কারণ রয়েছে, গ্রহাণুটি ঘন ঘনই এসে পড়ছে পৃথিবীর কাছাকাছি।

গ্রহাণুদের কক্ষপথ সাধারণত আগেভাগে খুব একটা আঁচ করা সম্ভব না। ঘন ঘন তা বদলাতে থাকে। কোনও গ্রহের খুব কাছাকাছি এসে পড়লে সেই গ্রহের জোরালো অভিকর্ষ বলের টানে গ্রহাণুদের আছড়ে পড়ার আশঙ্কা থাকে। কোনও এক কালে এমন এক গ্রহাণু পৃথিবীতে এসে পড়ার কারণেই ডাইনোসরদের বিলুপ্তি হয়েছিল। নাসা জানিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার চেয়ে আড়াই গুণ বেশি উঁচু যে গ্রহাণুটি পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়বে তার দৈর্ঘ্য ১ কিলোমিটার বা ৩ হাজার ২৮০ ফুট। গ্রহাণুটির নাম  ‘(৭৪৮২) ১৯৯৪ পিসি-১’।

আরও পড়ুন: এআই সাহায্যে নতুন গ্রহাণুর খোঁজ, পৃর্থিবীর জন্য বিপজ্জনক মত বিজ্ঞানীদের

নাসা জানিয়েছে, গ্রহাণুটি আবারও পৃথিবীর খুব কাছে আসবে ৮৩ বছর পর। ২১০৫ সালের ১৮ জানুয়ারি।

আরও পড়ুন: পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ

 

আরও পড়ুন: মহাকাশে কিভাবে নামায পড়া হয়, জানালেন সউদি  নভোশ্চর….. দেখুন ভিডিয়ো  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুরন্ত গতিতে ধেয়ে আসছে গ্রহাণু!

আপডেট : ৮ জানুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ব্যাপক গতি নিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। পৃথিবীর কাছে এসে এর গতিবেগ হবে ঘণ্টায় ৪৩ হাজার ৭৫৪ মাইল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, গ্রহাণুটি সভ্যতার পক্ষে বিপজ্জনক হয়ে ওঠার একটি কারণ রয়েছে, গ্রহাণুটি ঘন ঘনই এসে পড়ছে পৃথিবীর কাছাকাছি।

গ্রহাণুদের কক্ষপথ সাধারণত আগেভাগে খুব একটা আঁচ করা সম্ভব না। ঘন ঘন তা বদলাতে থাকে। কোনও গ্রহের খুব কাছাকাছি এসে পড়লে সেই গ্রহের জোরালো অভিকর্ষ বলের টানে গ্রহাণুদের আছড়ে পড়ার আশঙ্কা থাকে। কোনও এক কালে এমন এক গ্রহাণু পৃথিবীতে এসে পড়ার কারণেই ডাইনোসরদের বিলুপ্তি হয়েছিল। নাসা জানিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার চেয়ে আড়াই গুণ বেশি উঁচু যে গ্রহাণুটি পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়বে তার দৈর্ঘ্য ১ কিলোমিটার বা ৩ হাজার ২৮০ ফুট। গ্রহাণুটির নাম  ‘(৭৪৮২) ১৯৯৪ পিসি-১’।

আরও পড়ুন: এআই সাহায্যে নতুন গ্রহাণুর খোঁজ, পৃর্থিবীর জন্য বিপজ্জনক মত বিজ্ঞানীদের

নাসা জানিয়েছে, গ্রহাণুটি আবারও পৃথিবীর খুব কাছে আসবে ৮৩ বছর পর। ২১০৫ সালের ১৮ জানুয়ারি।

আরও পড়ুন: পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ

 

আরও পড়ুন: মহাকাশে কিভাবে নামায পড়া হয়, জানালেন সউদি  নভোশ্চর….. দেখুন ভিডিয়ো