ফের অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ, নিহত ৭ জেইএম জঙ্গি

- আপডেট : ৯ মে ২০২৫, শুক্রবার
- / 29
পুবের কলম, ওয়েবডেস্ক: অপারেশন সিঁদুরের মাধ্যমে ৯টি পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ভারতের আঘাতের পর বেপরোয়া হয়ে উঠেছে ইসলামাবাদ। জম্মুর সাম্বা সেক্টরে বড়সড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ। সাত পাক জঙ্গিকে খতম করে ফের পাকিস্তানের ষড়যন্ত্রকে ব্যর্থ করল ভারতীয় সেনা জওয়ানরা।
বিএসএফ সূত্রে খবর, শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) একটি বড় অনুপ্রবেশের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। জৈশ-ই-মোহাম্মদের (জেইএম) সাথে জড়িত সন্দেহে সাত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ মে) রাত ১১ টার দিকে অভিযানটি শুরু হয়। তখন বিএসএফ জওয়ানরা সাম্বা সীমান্তের কাছে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তখনই জৈশ-ই-মোহাম্মদের জড়িত সন্দেহে সাত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকে সীমান্তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান সেনা। বিনা প্ররোচনায় লাগাতার গুলি চালাচ্ছে। গত বুধবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর পাকিস্তান সেনা গোলাবর্ষণও শুরু করেছে। গতকাল আবার সীমান্ত এলাকাগুলিতে হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান সেনা। পাকিস্তান সেনার হামলা প্রতিহত করেছে ভারতীয় সেনা।