১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হায় কুসংস্কার! ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছর শিশুকে চোবানো হল গঙ্গায়, মৃত্যু

সামিমা এহসানা
  • আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার
  • / 13

পুবের কলম ওয়েব ডেস্ক: ঠান্ডায় কাঁপছে উত্তরাখন্ড। গঙ্গার জল যেন বরফ। সেই জলেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের এক শিশুকে চোবানো হল ভালো করে। বিশ্বাস, একমাত্র গঙ্গাই পারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। জলে বারবার চোবানোর পর মৃত্যু হয় ওই শিশুর। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের হার কি পাউরিতে।

এই কাজ করেছে ওই শিশুর বাবা মা। সঙ্গে ছিল পরিবারের আরও কয়েকজন সদস্য। তারা দিল্লির বাসিন্দা। গাড়ি করে দিল্লি থেকে হরিদ্বার আনা হয় শিশুকে।

জলে চোবানোর পর শিশুর মৃত্যু হলে ঘাটে বসে কাঁদতে থাকে মা। সেসব দেখে স্থানীয়রা তাকে দোষারোপ করতে থাকে। তারাই পুলিশকে খবর দেয়। মামলা দায়ের করেছে পুলিশ।

শিশুর পরিবারের মতে, স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দিয়েছিল, শিশুকে বাঁচানো সম্ভব নয়। এরপরই তাকে গঙ্গা স্নান করানোর কথা ভাবে পরিবার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হায় কুসংস্কার! ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছর শিশুকে চোবানো হল গঙ্গায়, মৃত্যু

আপডেট : ২৫ জানুয়ারী ২০২৪, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ঠান্ডায় কাঁপছে উত্তরাখন্ড। গঙ্গার জল যেন বরফ। সেই জলেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের এক শিশুকে চোবানো হল ভালো করে। বিশ্বাস, একমাত্র গঙ্গাই পারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে। জলে বারবার চোবানোর পর মৃত্যু হয় ওই শিশুর। ঘটনাটি ঘটেছে হরিদ্বারের হার কি পাউরিতে।

এই কাজ করেছে ওই শিশুর বাবা মা। সঙ্গে ছিল পরিবারের আরও কয়েকজন সদস্য। তারা দিল্লির বাসিন্দা। গাড়ি করে দিল্লি থেকে হরিদ্বার আনা হয় শিশুকে।

জলে চোবানোর পর শিশুর মৃত্যু হলে ঘাটে বসে কাঁদতে থাকে মা। সেসব দেখে স্থানীয়রা তাকে দোষারোপ করতে থাকে। তারাই পুলিশকে খবর দেয়। মামলা দায়ের করেছে পুলিশ।

শিশুর পরিবারের মতে, স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দিয়েছিল, শিশুকে বাঁচানো সম্ভব নয়। এরপরই তাকে গঙ্গা স্নান করানোর কথা ভাবে পরিবার।