ইসরাইলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ ফিলিস্তিনি

- আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
- / 75
পুবের কলম ওয়েবডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত হামলায় শুক্রবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ৬৩ জন ফিলিস্তিনি। এতে চলমান সংঘাতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ২৮৮ জনে। আহত হয়েছেন অন্তত ২২৭ জন। বার্তাসংস্থা আনাদোলুর তথ্যে জানা গেছে, অনেক আহত এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন।
মানবিক সহায়তা নিতে গিয়েও প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। গত ২৪ ঘণ্টায় এভাবে আরও ১৫ জন নিহত ও ৮০ জন আহত হয়েছেন। ফলে শুধু ত্রাণ সংগ্রহের সময় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯৭ জনে।
২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া এই আগ্রাসনে গাজা এখন বিপর্যস্ত। আন্তর্জাতিক অপরাধ আদালত ইতোমধ্যে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।