মিশরে ইসরাইলের সঙ্গে বৈঠক, গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হামাস

- আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 460
পুবের কলম ওয়েবডেস্ক: ফিলিস্তিনের সংগঠন হামাস জানিয়েছে, গাজায় চলমান যুদ্ধ বন্ধে ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে তারা পৌঁছেছে। বৃহস্পতিবার মিসরে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনায় এই সমঝোতা হয়। হামাস জানায়, চুক্তি অনুযায়ী গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশ, বন্দী বিনিময় ও দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার অন্তর্ভুক্ত থাকবে।
সংগঠনটি ইতিমধ্যে বন্দী ফিলিস্তিনিদের একটি তালিকা ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে দিয়েছে, যা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হামাস ও ইসরায়েল তাঁর প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। হামাস যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে, ইসরায়েলকে যেন এই চুক্তি বাস্তবায়নে বাধ্য করা হয় এবং বিলম্বের কোনো সুযোগ না দেওয়া হয়।