০৮ নভেম্বর ২০২৫, শনিবার, ২১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার
  • / 65

 

গাজায় জাতিগত হত্যাযজ্ঞ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটর দফতর এক বিবৃতিতে জানায়, মোট ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।

যদিও প্রসিকিউটর দফতর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি, বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল যে অভিযান চালিয়েছে, তা আন্তর্জাতিক আইনে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
তুরস্কের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল তুরস্ক

আপডেট : ৮ নভেম্বর ২০২৫, শনিবার

 

গাজায় জাতিগত হত্যাযজ্ঞ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ দেশটির শীর্ষ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক।

শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটর দফতর এক বিবৃতিতে জানায়, মোট ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ, জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির।

যদিও প্রসিকিউটর দফতর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি, বিবৃতিতে বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল যে অভিযান চালিয়েছে, তা আন্তর্জাতিক আইনে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।
তুরস্কের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।