হাড়োয়া ও হিঙ্গলগঞ্জ: অসাধু মাটি ব্যবসায়ীদের গাড়ি থেকে মাটি পড়ে রাস্তায় কাদা, দুর্ঘটনার কবলে পথচারীরা

- আপডেট : ২০ মার্চ ২০২৩, সোমবার
- / 20
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: রাতের অন্ধকারে অসাধু মাটি ব্যবসায়ীদের চক্র সক্রিয় হয়ে ওঠায় দুর্ভোগের মুখে পড়ল বাসিন্দারা। শনিবার রাতে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। তাদের দাবি, রাতের অন্ধকারে মাটির গাড়ি থেকে মাটি পড়ে বৃষ্টির দরুণ রাস্তায় তৈরি হয়েছে কাদা। ফলে চলার অযোগ্য হয়ে পড়েছে রাস্তা। হাড়োয়া ও হিঙ্গলগঞ্জের এই ঘটনায় পাকা রাস্তায় কাদামাটি হয়ে পিছলে জখম হয়েছেন একাধিক পথচারী। ১৫ জন হাসপাতালে চিকিৎসাধীন।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া রোডের হাড়োয়া পঞ্চায়েত এলাকায়, অন্যদিকে হিঙ্গলগঞ্জ ব্লকের হাসনাবাদ ও লেবুখালী রোডের উপর দিয়ে মাটির গাড়ি চলাচলের ফলে পড়ে যাওয়া মাটিতে বৃষ্টির জল পড়তেই একের পর এক দুর্ঘটনার কবলে মোটরবাইক আরোহী সহ সাইকেল আরোহীরা। মোট জখম ১৫ জন হয়েছেন। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। মাটি বোঝাই ট্রাক্টর চলাচল করার জন্য পড়ে থাকা মাটিতে সামান্য বৃষ্টির জল পাওয়া মাত্রই হিঙ্গলগঞ্জের ১৩ নম্বর পুল থেকে কাছারিবাড়ি মোড় পর্যন্ত রাস্তায় মাটি থাকার জন্য প্রচুর মোটর বাইক স্লিপ করে পড়ে যাচ্ছে।
দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে বাইক আরোহী থেকে শুরু করে সাইকেল আরোহীদেরও। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। গাড়িকে আস্তে আস্তে পারাপার করানো হচ্ছে। কিন্তু দুর্ঘটনার কবলে পড়া গাড়ি আরোহীদের ও সাধারণ মানুষের অভিযোগ কেন এই ধরনের দুর্ঘটনা? এর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না? কেন এই গাড়িগুলোকে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের থেকে শুরু করে নিত্যযাত্রীদের। তদন্ত শুরু করেছে, পুলিশ।
এই নিয়ে শনিবার গভীর রাতে মাটির গাড়িকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ঘটনা স্থলে হাড়োয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের দাবি মাটির গাড়ি কেন রাতের অন্ধকারে নিয়ে যাচ্ছে দিনের বেলা থাকতে? পাশাপাশি প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? এই নিয়ে প্রশ্ন তুলেছে তাহলে কি রাতের অন্ধকারে মাটি ব্যবসায়ীদের অসাধু চক্র সক্রিয়” একাধিক প্রশ্নচিহ্ন উঠে গেল। তদন্ত শুরু করেছে হিঙ্গলগঞ্জ ও হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি এদিন রাতেই রাস্তায় পড়ে থাকা কাদা জল দিয়ে ধোয়ার ব্যবস্থা করা হয়