ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় আলোচনায় বসেছে পাকিস্তান ও আফগানিস্তান
- আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, রবিবার
- / 72
কয়েকদিনের রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষের পর শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও আলোচনায় বসেছে আফগানিস্তান ও পাকিস্তান। কাতারের দোহায় অনুষ্ঠিত প্রথম দফার পর এবার তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছে দ্বিতীয় দফা বৈঠক। শনিবার থেকে শুরু হওয়া এই বৈঠকে অংশ নিয়েছেন উভয় দেশের শীর্ষ কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা।
আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানায়, আলোচনার মূল লক্ষ্য হলো সীমান্তে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং আকাশ ও স্থলপথে সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান নিশ্চিত করা। আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্র উপমন্ত্রী রহমতুল্লাহ নাজিব। অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে অংশ নিয়েছেন নিরাপত্তা ও কূটনৈতিক সংস্থার সাত সদস্যের একটি প্রতিনিধি দল।
আফগান বিশ্লেষক আজিজ স্টানেকজাই বলেন, এই সংলাপ দুই প্রতিবেশীর মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় উন্মোচন করতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, পাকিস্তানকে অবশ্যই আফগানিস্তানের আকাশসীমা আক্রমণ করা থেকে বিরত থাকতে হবে।
এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, সংলাপে সমাধান না এলে ইসলামাবাদ আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধে জড়াতে বাধ্য হতে পারে। তিনি বলেন, “যদি আলোচনায় ফল না আসে, তাহলে খোলাখুলি সংঘর্ষই হবে একমাত্র বিকল্প।”
বৈঠকটি শনিবার সন্ধ্যায় শুরু হয়েছে এবং কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আজ রাত বা আগামীকাল সকালেই এই আলোচনার ফলাফল স্পষ্ট হতে পারে। অনেকের মতে, এই সংলাপই নির্ধারণ করবে পাকিস্তান-আফগান সীমান্তে আসন্ন দিনের শান্তি বা নতুন সংঘাতের সম্ভাবনা।


























