১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সকাল থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি, মোট ১৪টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার
  • / 15

পুবের কলম, ওয়েবডেস্কঃ আকাশের মুখ ভার। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে রয়েচ্ছে বজ্র গর্ভ মেঘে হুঙ্কার। বৃষ্টির ফলে ফের যানজটের মুখে কলকাতা শহর। মোট ১৪টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে রয়েছে এদিন থেকেই রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হবে।পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদের মতো জেলাগুলির মতো কিছু জায়গায় বেশি বৃষ্টি হবে। দক্ষিণের জেলাগুলিতে ৫ ফেব্রুয়ারি বৃষ্টি কমে যাবে।

বৃষ্টির কারণে জোলো আবহাওয়া থাকলেও শীতের ব্যাটিং ফের থমকেছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু’এক জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে রয়েছে শিলা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: সন্ধ্যায় একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝার বাতাসে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং দৃশ্যমানতা কম ধীর গতিতে ওঠা-নামা করছে বিমান। কৃত্রিম আলো ক্যাটের ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: আমেরিকায় ভয়াবহ বন্যা, নিহত ৯, বিদ্যুৎহীন প্রায় ৫ লাখ মানুষ

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সকাল থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু বৃষ্টি, মোট ১৪টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আকাশের মুখ ভার। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। সেই সঙ্গে রয়েচ্ছে বজ্র গর্ভ মেঘে হুঙ্কার। বৃষ্টির ফলে ফের যানজটের মুখে কলকাতা শহর। মোট ১৪টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেইসঙ্গে রয়েছে এদিন থেকেই রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবারও বৃষ্টির সম্ভাবনা আছে। সোমবার থেকে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।  উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হবে।পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ,মুর্শিদাবাদের মতো জেলাগুলির মতো কিছু জায়গায় বেশি বৃষ্টি হবে। দক্ষিণের জেলাগুলিতে ৫ ফেব্রুয়ারি বৃষ্টি কমে যাবে।

বৃষ্টির কারণে জোলো আবহাওয়া থাকলেও শীতের ব্যাটিং ফের থমকেছে। উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দু’এক জায়গায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে রয়েছে শিলা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: সন্ধ্যায় একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

শুক্রবার, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। পশ্চিমী ঝঞ্ঝার বাতাসে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প।

আরও পড়ুন: আর কিছুক্ষণের মধ্যেই ভাসবে দক্ষিণবঙ্গ! বজ্রবিদ্যুৎসহ  ঝড় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়াশাচ্ছন্ন আকাশ এবং দৃশ্যমানতা কম ধীর গতিতে ওঠা-নামা করছে বিমান। কৃত্রিম আলো ক্যাটের ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুন: আমেরিকায় ভয়াবহ বন্যা, নিহত ৯, বিদ্যুৎহীন প্রায় ৫ লাখ মানুষ