০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক বিশ্বজিৎ রায়ের জীবনাবসান

সুস্মিতা
  • আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 80

পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ রায়। বৃহস্পতিবার ভোরে কলকাতার বাড়িতে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বেশ কিছুদিন হার্টের গুরুতর সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল। বছর দেড়েক আগে তাঁর স্ত্রী সাংবাদিক দেবযানী প্রয়াত হন। তাঁদের দুই ছেলে।

বন্ধু ও সাংবাদিক মহলে ‘মধু’ নামে বেশি পরিচিত বিশ্বজিৎ রায় আনন্দবাজার, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়ায় চাকরি করেছেন। তার আগে পরিবর্তন ম্যাগাজিনে চাকরি করতেন। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি-সহ একাধিক শহর ও রাজ্যে সাংবাদিকতা করেছেন তিনি। বড় প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করতেন।

তরুণ বয়সে নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হন। যুক্ত ছিলেন শ্রমিকের অধিকার রক্ষার নানা উদ্যোগের সঙ্গেও। রাজনৈতিক মতাদর্শের কারণে চাকরি জীবনে বহুবার বিবাদ-বিতর্কে জড়িয়েছেন তিনি। সাংবাদিকতায় নীতি-আদর্শের জন্য বরাবর লড়াই করেছেন এই সাংবাদিক।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাংবাদিক বিশ্বজিৎ রায়ের জীবনাবসান

আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত সাংবাদিক বিশ্বজিৎ রায়। বৃহস্পতিবার ভোরে কলকাতার বাড়িতে তাঁর জীবনাবসান হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি বেশ কিছুদিন হার্টের গুরুতর সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা চলছিল। বছর দেড়েক আগে তাঁর স্ত্রী সাংবাদিক দেবযানী প্রয়াত হন। তাঁদের দুই ছেলে।

বন্ধু ও সাংবাদিক মহলে ‘মধু’ নামে বেশি পরিচিত বিশ্বজিৎ রায় আনন্দবাজার, টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়ায় চাকরি করেছেন। তার আগে পরিবর্তন ম্যাগাজিনে চাকরি করতেন। পশ্চিমবঙ্গ ছাড়াও দিল্লি-সহ একাধিক শহর ও রাজ্যে সাংবাদিকতা করেছেন তিনি। বড় প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করতেন।

তরুণ বয়সে নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হন। যুক্ত ছিলেন শ্রমিকের অধিকার রক্ষার নানা উদ্যোগের সঙ্গেও। রাজনৈতিক মতাদর্শের কারণে চাকরি জীবনে বহুবার বিবাদ-বিতর্কে জড়িয়েছেন তিনি। সাংবাদিকতায় নীতি-আদর্শের জন্য বরাবর লড়াই করেছেন এই সাংবাদিক।