‘জুলাই গণহত্যাকারীদের কেউ-ই ছাড় পাবে না’

- আপডেট : ১১ অগাস্ট ২০২৫, সোমবার
- / 16
পুবের কলম ওয়েবডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত নৃশংস গণহত্যার দায়ীরা কেউ-ই আইনের হাত থেকে রক্ষা পাবে না। সোমবার (১১ আগস্ট) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, যারা ভেবেছিল গণহত্যা চালিয়ে বা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ঘটিয়ে বিচার বানচাল করা যাবে, তারা ভুল প্রমাণিত হবে।
রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস-সহ ছয়জন হত্যার মামলার বিচার চলছে। দেড় হাজারেরও বেশি প্রাণহানির ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা হবে। আটজন আসামির মধ্যে চারজন কারাগারে, বাকিরা পলাতক সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের দাবি, হত্যাকাণ্ডটি পরিকল্পিত গণহত্যার অংশ। প্রসিকিউটর বলেন, এই বিচার কেবল অপরাধের দায় নয়, ন্যায়বিচারের শাসন প্রতিষ্ঠার প্রতীক, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ সংঘটনের ক্ষেত্রে শক্ত বার্তা দেবে এবং গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি রাষ্ট্রের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।