১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

Pahalgam Terror Attack: শহিদ ঝন্টু শেখের বাবার হাতে দু লক্ষ টাকার চেক শুভেন্দুর

ইমামা খাতুন
  • আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার
  • / 242

FILE PICTURE

পুবের কলম,ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তেহট্ট এলেন। কিন্তু ঝন্টু আলি শেখের বাড়ি পাথরঘাটায় তিনি যাননি। তেহট্ট বিজেপির পার্টি অফিসে ঝন্টু আলি শেখের বাবা সবুর আলি শেখকে ডেকে তার হাতে ২ লাখ টাকার চেক দেন বলে প্রতিবেশী আবদুল মারুফ মণ্ডল জানান। তাকে ১০ লক্ষ টাকার চেক দেওয়া হবে বলে বলা হয়েছিল। কিন্তু দেওয়া হয়নি। তিনি জানান, ফুরফুরা শরীফের হুজুররা এসেছিলেন দোয়ার মজলিশে। সেখান থেকে বিজেপি নেতারা সবুর আলিকে ডেকে নিয়ে যান।

 

পহেলগাঁও: প্রধান সাক্ষীকে জিজ্ঞাসাবাদ, ভিডিয়ো রেকর্ডে অন্য গন্ধ পাচ্ছে এনআইএ

কাশ্মীরের পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের  (Pahalgam Terror Attack) পর থেকেই বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে কথার তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা, কর্মী থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি – সকলেই এই ঘটনার পর আরও বেশি করে দেশে মেরুকরণ ও বিভেদের রাজনীতি শুরু করেছেন বলে অভিযোগ বিরোধী দলগুলির। তারা এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের গাফিলতিগুলি তুলে ধরার চেষ্টা করছে ।

আর, এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে বাংলা তথা ভারত হারিয়েছে তার আরও এক বীর সন্তানকে। তিনি ছিলেন এই হাবিলদার ঝণ্টু আলি শেখ। একদিকে যখন রাজনীতির কারবারিদের একাংশ, এমনকী দেশবাসীরও একাংশ পহেলগাঁওয়ের হামলার পর থেকে সাম্প্রদায়িক বিভাজন নিয়ে নানা কথা বলছেন, ঠিক সেই সময়েই দেশের মাটি রক্ষা করতে গিয়ে শহিদ (Pahalgam Terror Attack) হয়েছেন নদিয়ার তেহট্টের ছেলে ঝন্টু। তিনি ছিলেন ভারতীয় সেনার বিশেষবাহিনীর সদস্য।

ঝন্টুর নিথর দেহ কফিনবন্দি হয়ে যখন গ্রামের বাড়িতে পৌঁছয়, তখন চোখের পানিতে তাঁকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানান আপনজন, আত্মীয়, বন্ধু, তৃণমূলের মহুয়া, উজ্জ্বল বিশ্বাস ও প্রতিবেশীরা। পূর্ণ মর্যাদায় তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে ভারতীয় সেনা। আমজনতা স্লোগান তোলে, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’!

এমন এক প্রেক্ষাপটেই বিজেপি নেতাদের বাক্যবাণে জর্জরিত করতে শুরু করেছে অবিজেপি রাজনৈতিক দলগুলির নেতাকর্মীরা। কারণ, ঝন্টুর বাড়িতে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৌঁছে গেলেও গেরুয়া শিবিরের কাউকে দেখা যায়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস দলের নেতারা। তারপর শুভেন্দু অধিকারী এলেন তেহট্টে বিজেপি অফিসে। তার বাবাকে ডেকে নিয়ে দিলেন ২ লক্ষ টাকার চেক।

 

Tag :

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Pahalgam Terror Attack: শহিদ ঝন্টু শেখের বাবার হাতে দু লক্ষ টাকার চেক শুভেন্দুর

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার

পুবের কলম,ওয়েবডেস্ক: Pahalgam Terror Attack সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তেহট্ট এলেন। কিন্তু ঝন্টু আলি শেখের বাড়ি পাথরঘাটায় তিনি যাননি। তেহট্ট বিজেপির পার্টি অফিসে ঝন্টু আলি শেখের বাবা সবুর আলি শেখকে ডেকে তার হাতে ২ লাখ টাকার চেক দেন বলে প্রতিবেশী আবদুল মারুফ মণ্ডল জানান। তাকে ১০ লক্ষ টাকার চেক দেওয়া হবে বলে বলা হয়েছিল। কিন্তু দেওয়া হয়নি। তিনি জানান, ফুরফুরা শরীফের হুজুররা এসেছিলেন দোয়ার মজলিশে। সেখান থেকে বিজেপি নেতারা সবুর আলিকে ডেকে নিয়ে যান।

 

পহেলগাঁও: প্রধান সাক্ষীকে জিজ্ঞাসাবাদ, ভিডিয়ো রেকর্ডে অন্য গন্ধ পাচ্ছে এনআইএ

কাশ্মীরের পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের  (Pahalgam Terror Attack) পর থেকেই বিজেপি এবং বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে কথার তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা, কর্মী থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধি – সকলেই এই ঘটনার পর আরও বেশি করে দেশে মেরুকরণ ও বিভেদের রাজনীতি শুরু করেছেন বলে অভিযোগ বিরোধী দলগুলির। তারা এই ঘটনায় কেন্দ্রীয় সরকারের গাফিলতিগুলি তুলে ধরার চেষ্টা করছে ।

আর, এই রাজনৈতিক দড়ি টানাটানির মধ্যে বাংলা তথা ভারত হারিয়েছে তার আরও এক বীর সন্তানকে। তিনি ছিলেন এই হাবিলদার ঝণ্টু আলি শেখ। একদিকে যখন রাজনীতির কারবারিদের একাংশ, এমনকী দেশবাসীরও একাংশ পহেলগাঁওয়ের হামলার পর থেকে সাম্প্রদায়িক বিভাজন নিয়ে নানা কথা বলছেন, ঠিক সেই সময়েই দেশের মাটি রক্ষা করতে গিয়ে শহিদ (Pahalgam Terror Attack) হয়েছেন নদিয়ার তেহট্টের ছেলে ঝন্টু। তিনি ছিলেন ভারতীয় সেনার বিশেষবাহিনীর সদস্য।

ঝন্টুর নিথর দেহ কফিনবন্দি হয়ে যখন গ্রামের বাড়িতে পৌঁছয়, তখন চোখের পানিতে তাঁকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানান আপনজন, আত্মীয়, বন্ধু, তৃণমূলের মহুয়া, উজ্জ্বল বিশ্বাস ও প্রতিবেশীরা। পূর্ণ মর্যাদায় তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে ভারতীয় সেনা। আমজনতা স্লোগান তোলে, ‘হিন্দুস্তান জিন্দাবাদ’!

এমন এক প্রেক্ষাপটেই বিজেপি নেতাদের বাক্যবাণে জর্জরিত করতে শুরু করেছে অবিজেপি রাজনৈতিক দলগুলির নেতাকর্মীরা। কারণ, ঝন্টুর বাড়িতে অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা পৌঁছে গেলেও গেরুয়া শিবিরের কাউকে দেখা যায়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস, সিপিএম ও কংগ্রেস দলের নেতারা। তারপর শুভেন্দু অধিকারী এলেন তেহট্টে বিজেপি অফিসে। তার বাবাকে ডেকে নিয়ে দিলেন ২ লক্ষ টাকার চেক।