২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ বিকেল পাঁচটায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে স্থির হতে পারে পার্থর ভবিষ্যৎ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার
  • / 35

 

 

আরও পড়ুন: ফের জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ বিকেল পাঁচটায় তৃণমূল ভবনে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে ‘মাস্টারমাইন্ড’  বলেও জামিন পেলেন না অর্পিতা

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জরুরি বৈঠক ডাকার মধ্যে দিয়েই স্থির হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অবস্থান। এমনটাই তৃণমূল সূত্রে খবর। পার্থকে নিয়ে দলের অবস্থান কি তা জানতে সরব হয়ে ট্যুইট করেছেন কুণাল ঘোষ। দলের অন্যতম মুখপাত্র এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত কুণাল। সরাসরি পার্থ কে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন কুণাল।

আরও পড়ুন: ‘আমি নিয়োগ কর্তা নই’,  আলিপুর আদালতে  পার্থ চট্টোপাধ্যায় 

তবে পরে ওই ট্যুইট মুছে দিয়ে কুণাল লেখেন দল পুরো বিষয়টি দেখছে। বিকেল পাঁচটায় বৈঠকও আছে। তাই আগের ট্যুইটি তিনি মুছে দিচ্ছেন।

 

যেভাবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা , গয়না উদ্ধার হয়েছে তাতে দৃশ্যতই অস্বস্তিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ বিকেল পাঁচটায় তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে স্থির হতে পারে পার্থর ভবিষ্যৎ

আপডেট : ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার

 

 

আরও পড়ুন: ফের জামিনের আবেদন নিয়ে হাইকোর্টে পার্থ চট্টোপাধ্যায়

পুবের কলম ওয়েবডেস্কঃ আজ বিকেল পাঁচটায় তৃণমূল ভবনে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পার্থ চট্টোপাধ্যায়কে ‘মাস্টারমাইন্ড’  বলেও জামিন পেলেন না অর্পিতা

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই জরুরি বৈঠক ডাকার মধ্যে দিয়েই স্থির হতে চলেছে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের অবস্থান। এমনটাই তৃণমূল সূত্রে খবর। পার্থকে নিয়ে দলের অবস্থান কি তা জানতে সরব হয়ে ট্যুইট করেছেন কুণাল ঘোষ। দলের অন্যতম মুখপাত্র এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত কুণাল। সরাসরি পার্থ কে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন কুণাল।

আরও পড়ুন: ‘আমি নিয়োগ কর্তা নই’,  আলিপুর আদালতে  পার্থ চট্টোপাধ্যায় 

তবে পরে ওই ট্যুইট মুছে দিয়ে কুণাল লেখেন দল পুরো বিষয়টি দেখছে। বিকেল পাঁচটায় বৈঠকও আছে। তাই আগের ট্যুইটি তিনি মুছে দিচ্ছেন।

 

যেভাবে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা , গয়না উদ্ধার হয়েছে তাতে দৃশ্যতই অস্বস্তিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ক্রমশ জোরালো হচ্ছে।