পুলিশের সমালোচনাকারীরা ‘সমাজবিরোধী’, মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের

- আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 40
পুবের কলম ওয়েবডেস্ক : পুলিশের সমালোচনা করলে বা তাদের ভুল ধরিয়ে দিলে, সেই সমালোচকদের ‘সমাজবিরোধী’ বলে চিহ্নিত করলেন কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতা পুলিশের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পুলিশ নিজেদের রক্ত ও ঘাম দিয়ে সমাজকে রক্ষা করে, তাই এক-আধটা ঘটনার জন্য যারা পুলিশকে কলঙ্কিত করার চেষ্টা করে, তারা আসলে সমাজবিরোধী। পুলিশ দিবসের অনুষ্ঠানে নজরুল মঞ্চে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন।
ফিরহাদ হাকিম মঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘আমি আসি, যাই, মাইনে পাই;এই ধরনের মনোভাব যদি পুলিশের থাকত, তাহলে আমরা সবাই ঘরের দরজা বন্ধ করে বসে থাকতাম। কিন্তু পুলিশ তা না করে নিজেদের জীবন, ঘাম, রক্ত দিয়ে গোটা সমাজকে রক্ষা করার দায়িত্ব পালন করছে। তিনি আরও বলেন, ক্ষ্মসেখানে নিশ্চিতভাবে এক-আধটা ঘটনা ঘটে গেলে, সেটাকে যারা আরও বেশি রোমাঞ্চিত করে, কলঙ্কিত করার চেষ্টা করে, তারা আসলে সমাজবিরোধী।ক্ষ্ম রাজ্যজুড়ে যখন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সাম্প্রতিককালে রাজ্যে একাধিক ধর্ষণ ও খুনের ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
পাশাপাশি, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও উঠেছে। এই বিষয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের পুলিশমন্ত্রীও, নিজের উষ্মা প্রকাশ করেছেন। এমনকি জেলায় দলীয় কর্মী খুনের ঘটনাতেও তিনি পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী জানতে চেয়েছেন, কেন পুলিশ আগে থেকে খবর পাচ্ছে না। সপ্তাহ তিনেক আগে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ সংক্রান্ত বৈঠকেও তিনি এই নিয়ে কথা বলেছেন এবং পুলিশ সুপার, আইসি, ওসিদের নিজেদের এলাকার দায়িত্ব আরও গুরুত্বের সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন।
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যখন বিরোধীরা প্রতিনিয়ত পুলিশমন্ত্রী হিসেবে মমতাকে সমালোচনার মুখে ফেলছে, ঠিক তখনই ফিরহাদ হাকিমের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। রাজ্যজুড়ে পুলিশের ভাবমূর্তি যখন প্রশ্নবিদ্ধ, তখন তিনি পুলিশকে দরাজ সার্টিফিকেট দিয়ে তাদের পাশে দাঁড়ালেন।