০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বিভ্রাটের জেরে, বিক্ষোভ বিমানবন্দরে

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার
  • / 101

পুবের কলম প্রতিবেদক: নির্ধারিত সময় কেটে গেলেও স্পাইসজেটের একটি বিমান আকাশে উঠতে পারেনি। ৮০ জন প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়া হল বিমানবন্দরে। আর এতেই যাত্রীদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ। বিমানবন্দর সূত্রের খবর, বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে ঘটে ওই বিপত্তি। বিক্ষুব্ধ যাত্রীদের একাংশ বিমান সংস্থার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সোমবার রাতে কলকাতা থেকে পাটনা যাওয়ার কথা ছিল স্পাইস জেটের এসজি ৯৫০৯ বিমানে যান্ত্রিক গোলযোগ ঘটে। বিমানবন্দর সূত্রের খবর, সোমবার রাতের নির্ধারিত সময়ে বিমানটি ট্যাক্সি বে-থেকে ৮০ জন যাত্রী নিয়ে গুটি গুটি পায়ে রানওয়ের দিকে এগোয়। কিছুটা এগোতেই পাইলট বুঝতে পারেন বিমানে কিছু যান্ত্রিক গলোযোগ আছে। তাতে তিনি ঝুঁকি না নিয়ে এটিসির সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

এরপরেই উড়ানটি পুনরায় ট্যাক্সি বে-তে ফিরে আসে। ওই সংস্থার ইঞ্জিনিইয়াররা আসেন পরীক্ষা নিরীক্ষার কাজে। কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টায় ত্রুটি মেরামতি না হওয়ায় বিমানটি উড়ানের জন্য সবুজ সঙ্কেত পায়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিমান যাত্রীরা।

আরও পড়ুন: নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি 

আরও পড়ুন: বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমান বিভ্রাটের জেরে, বিক্ষোভ বিমানবন্দরে

আপডেট : ১৮ অক্টোবর ২০২২, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: নির্ধারিত সময় কেটে গেলেও স্পাইসজেটের একটি বিমান আকাশে উঠতে পারেনি। ৮০ জন প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়া হল বিমানবন্দরে। আর এতেই যাত্রীদের মধ্যে তৈরি হয় তীব্র ক্ষোভ। বিমানবন্দর সূত্রের খবর, বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে ঘটে ওই বিপত্তি। বিক্ষুব্ধ যাত্রীদের একাংশ বিমান সংস্থার পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সোমবার রাতে কলকাতা থেকে পাটনা যাওয়ার কথা ছিল স্পাইস জেটের এসজি ৯৫০৯ বিমানে যান্ত্রিক গোলযোগ ঘটে। বিমানবন্দর সূত্রের খবর, সোমবার রাতের নির্ধারিত সময়ে বিমানটি ট্যাক্সি বে-থেকে ৮০ জন যাত্রী নিয়ে গুটি গুটি পায়ে রানওয়ের দিকে এগোয়। কিছুটা এগোতেই পাইলট বুঝতে পারেন বিমানে কিছু যান্ত্রিক গলোযোগ আছে। তাতে তিনি ঝুঁকি না নিয়ে এটিসির সঙ্গে কথা বলেন।

আরও পড়ুন: Block Everything, সরকার বদলের দাবিতে এবার উত্তাল ফ্রান্স

এরপরেই উড়ানটি পুনরায় ট্যাক্সি বে-তে ফিরে আসে। ওই সংস্থার ইঞ্জিনিইয়াররা আসেন পরীক্ষা নিরীক্ষার কাজে। কিন্তু দীর্ঘক্ষণের চেষ্টায় ত্রুটি মেরামতি না হওয়ায় বিমানটি উড়ানের জন্য সবুজ সঙ্কেত পায়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন বিমান যাত্রীরা।

আরও পড়ুন: নেতানিয়াহুর বাসভবনের কাছে বিক্ষোভ, গাড়িতে আগুন, বন্দী বিনিময়ের তীব্র দাবি 

আরও পড়ুন: বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে