২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

২ মে থেকে স্কুলের গ্রীষ্মের ছুটি

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার
  • / 49

পুবের কলম প্রতিবেদক: মে মাসের শেষ দিকে স্কুলে গ্রীষ্মের ছুটি হওয়ার কথা। সেই ছুটি তিন সপ্তাহ এগিয়ে এনে আগামী ২ মে থেকে স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। এক বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, রাজ্যের সব জেলায় স্কুলের এই ছুটি কার্যকর হবে। কিন্তু ২ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটির এই নির্দেশিকা দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য কার্যকর হবে না। পরবর্তী নির্দেশিকা না জারি হওয়া পর্যন্ত সেখানে স্বাভাবিক নিয়মেই স্কুলের পঠন-পাঠন চলবে।

উল্লেখ্য, ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা। এ দিকে তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে কলকাতা-সহ রাজ্যজুড়ে। তীব্র দাবদাহে দিশাহীন রাজ্যবাসী। আর এতে চিন্তা বেড়েছে অভিভাবক-অভিভাবিকাদেরও। এই পরিস্থিতিতে প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে। স্কুল গুলির গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। আগামী ২ মে থেকে রাজ্যে স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারণ হয়েছে।

আরও পড়ুন: এক সপ্তাহ বন্ধের পর ফের খুলল স্কুল, ২ মে থেকে গ্রীষ্মের ছুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে

এ দিকে স্কুলে গরমের ছুটি এগিয়ে এলে স্কুলের স্বাভাবিক পঠন-পাঠনে কোনও সমস্যা হবে কি না, এই প্রসঙ্গে শিক্ষা দফতর জানিয়েছে, গরমের ছুটির পর স্কুল খোলার সময় ‘এক্সট্রা’, ক্লাসের ব্যবস্থা করতে হবে শিক্ষকদের। তাড়াতাড়ি গরমের ছুটি পড়ে যাওয়ার ফলে পড়ুয়াদের স্কুলের পঠন-পাঠন প্রক্রিয়া যেটুকু পিছিয়ে যাবে, সেই অংশটুকু পূরণ করে দিতে হবে এক্সট্রা ক্লাস নিয়ে।

উল্লেখ্য, তীব্র গরমের নাজেহাল পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে ক্লাসের সময় সকালের দিকে এগিয়ে আনা হয়েছে। যাতে দুপুরের চাঁদিফাটা রোদ্দুর থেকে পড়ুয়াদের কিছুটা নিস্তার মেলে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। এ দিকে শিক্ষা দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২ মে থেকে স্কুলের গ্রীষ্মের ছুটি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক: মে মাসের শেষ দিকে স্কুলে গ্রীষ্মের ছুটি হওয়ার কথা। সেই ছুটি তিন সপ্তাহ এগিয়ে এনে আগামী ২ মে থেকে স্কুলে গ্রীষ্মের ছুটি ঘোষণা করল স্কুল শিক্ষা দফতর। এক বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দফতর জানিয়েছে, রাজ্যের সব জেলায় স্কুলের এই ছুটি কার্যকর হবে। কিন্তু ২ মে থেকে স্কুলগুলিতে গরমের ছুটির এই নির্দেশিকা দার্জিলিং ও কালিম্পং জেলার জন্য কার্যকর হবে না। পরবর্তী নির্দেশিকা না জারি হওয়া পর্যন্ত সেখানে স্বাভাবিক নিয়মেই স্কুলের পঠন-পাঠন চলবে।

উল্লেখ্য, ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা। এ দিকে তাপপ্রবাহের সতর্কতাও জারি হয়েছে কলকাতা-সহ রাজ্যজুড়ে। তীব্র দাবদাহে দিশাহীন রাজ্যবাসী। আর এতে চিন্তা বেড়েছে অভিভাবক-অভিভাবিকাদেরও। এই পরিস্থিতিতে প্রতিকূল অবস্থা তৈরি হয়েছে। স্কুল গুলির গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দফতর। আগামী ২ মে থেকে রাজ্যে স্কুলগুলিতে গরমের ছুটি নির্ধারণ হয়েছে।

আরও পড়ুন: এক সপ্তাহ বন্ধের পর ফের খুলল স্কুল, ২ মে থেকে গ্রীষ্মের ছুটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে

এ দিকে স্কুলে গরমের ছুটি এগিয়ে এলে স্কুলের স্বাভাবিক পঠন-পাঠনে কোনও সমস্যা হবে কি না, এই প্রসঙ্গে শিক্ষা দফতর জানিয়েছে, গরমের ছুটির পর স্কুল খোলার সময় ‘এক্সট্রা’, ক্লাসের ব্যবস্থা করতে হবে শিক্ষকদের। তাড়াতাড়ি গরমের ছুটি পড়ে যাওয়ার ফলে পড়ুয়াদের স্কুলের পঠন-পাঠন প্রক্রিয়া যেটুকু পিছিয়ে যাবে, সেই অংশটুকু পূরণ করে দিতে হবে এক্সট্রা ক্লাস নিয়ে।

উল্লেখ্য, তীব্র গরমের নাজেহাল পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলগুলিতে ক্লাসের সময় সকালের দিকে এগিয়ে আনা হয়েছে। যাতে দুপুরের চাঁদিফাটা রোদ্দুর থেকে পড়ুয়াদের কিছুটা নিস্তার মেলে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর। এ দিকে শিক্ষা দফতরের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা।