টিপু এক্সপ্রেসের নাম পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার

- আপডেট : ৮ অক্টোবর ২০২২, শনিবার
- / 11
নয়াদিল্লি, ৮ অক্টোবর: কেন্দ্রীয় সরকার মহীশূরের মধ্য দিয়ে যাওয়া টিপু এক্সপ্রেস ট্রেনের (বিখ্যাত মহীশূর শাসক টিপু সুলতানের নামে নামকরণ করা হয়েছিল) নাম পরিবর্তন করেছে।
সংসদ সদস্য প্রতাপ সিমাহ এ বিষয়ে ট্যুইট করেছেন। তিনি লিখেছেন, টিপু এক্সপ্রেস ট্রেনের নাম বদলানোর দাবি অনেক দিন ধরেই ছিল, কেন্দ্রীয় সরকার এখন এর নাম পরিবর্তন করে ওয়াদেয়ার এক্সপ্রেস রেখেছে।
মহীশূরের কোডুগু সাংসদ প্রতাপ সিমহা কেন্দ্রীয় সরকারকে নাম পরিবর্তনের অনুরোধ করেছিলেন। সিদ্দারামাইয়ার আমলে কয়েকটি দক্ষিণপন্থী দল এবং বিজেপি টিপু জয়ন্তীর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং এটি ছিল বিজেপির নির্বাচনী এজেন্ডার অংশ।
বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্য বিজেপি তার সমস্ত সাম্প্রদায়িক এজেন্ডা বাস্তবায়ন করছে বলে পর্যবেক্ষক মহল মনে করছে।
টিপু এক্সপ্রেসের নাম পরিবর্তনও এর একটি অংশ বলে জানিয়েছেন কংগ্রেস কর্মী আইজাজ প্যাটেল। মহীশূরের সাংসদ প্রতাপ সিমহা ট্যুইটারে নিজের খুশি প্রকাশ করেছেন।
এখন টিপু এক্সপ্রেসের পরিবর্তে ‘ওদিয়ার এক্সপ্রেস’ আপনাকে সেবা দেবে! এই প্রচেষ্টার মেরুদণ্ড হওয়ার জন্য অশ্বিনী বৈষ্ণব এবং প্রহ্লাদ জোশীকে ধন্যবাদ, প্রতাপ সিংহ ট্যুইট করেছেন।