গাজায় বাহিনী পাঠাচ্ছে পাকিস্তান-আজারবাইজান-ইন্দোনেশিয়া

- আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 113
পুবের কলম, ওয়েবডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে উপত্যকায় স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক বহুজাতিক স্থিতিশীলতাবাহিনী (আইএসএফ) মোতায়েনের পরিকল্পনা চলছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর উদ্ধৃতিতে দেখা গেছে পাকিস্তান, আজারবাইজান ও ইন্দোনেশিয়া এই বাহিনীতে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার আগ্রহ দেখিয়েছে, তবে এখনো আনুষ্ঠানিক সায় নেই—আলোচনা চলমান।
পরিকল্পনায় বলা হয়েছে ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হবে; যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই জানানি, গাজায় কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না। ততক্ষণে সমন্বয় কাজের জন্য প্রায় ২০০ মার্কিন জওয়ান ইসরায়েলে রয়েছে। তুরস্কও বহুজাতিক টাস্কফোর্সে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। পরিকল্পনার পরবর্তী দফায় হামাসের নিরস্ত্রীকরণ ও গাজার নতুন প্রশাসনিক কাঠামো গঠনের বিষয়ও আলোচ্য।