২১ জুলাই নিয়ে পাকদহে তৃণমূলের সভা

- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 132
নিজস্ব প্রতিবেদক, শাসন: আগামী ২১ জুলাই নিয়ে শাসনের দাদপুর অঞ্চলের পাকদহে অনুষ্ঠিত হল প্রস্তুতি সভা। তৃণমূল সংখ্যালঘু সেলের ডাকে বারাসাত দুই ব্লকের সমস্ত নেতৃত্বের উপস্থিতে এই সভা হয়।
বক্তব্য রাখেন বারাসাত দুই ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব তথা দাদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাই, বারাসাত দুই পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, সহ সভাপতি মেহেদী হাসান, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি ইফতিকারউদ্দিন, মানস ঘোষ, হাজী মেজবাহউদ্দিন সাহাজী, ইসরায়েল সাহেব, উপপ্রধান নজিবুর রহমান, যুব নেতা ঝন্টু সাহেব, ছাত্র নেতা মাফুজার রহমান, বাবাই মুদি সহ অন্যান্যরা।
এদিন বিভিন্ন বক্তারা ২১ জুলাইয়ের তাৎপর্যের কথা তুলে ধরেন। নেত্রী মমতা ব্যানার্জির ডাকে ধর্মতলায় সমাবেশে যোগ দেওয়ার কথা তাঁরা বলেন। পাশপাশি সম্প্রতি বারাসাত দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভু ঘোষের প্রয়াণের পর ব্লকে প্যারা লাল সংগঠন তৈরি হয়েছে বলে ঢোক গিলে স্বীকার করেন। পাশপাশি প্যারালাল সংগঠনের বিরুদ্ধেও তাঁরা সরব হন।