কার জনপ্রিয়তা বেশি, রাহুল নাকি মোদি! সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ কং-বিজেপির

- আপডেট : ১৩ অগাস্ট ২০২৩, রবিবার
- / 7
পুবের কলম, ওয়েবডেস্ক: কার জনপ্রিয়তা বেশি, রাহুল নাকি মোদি! সামাজিক মাধ্যমে এই নিয়ে নতুন করে শুরু হয়েছে বাকযুদ্ধ। কংগ্রেস ও বিজেপি তথ্য শেয়ার করে দাবি করছে তাঁর নেতাই বেশি জনপ্রিয়। যুদ্ধ জিততে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের স্কিনশর্ট শেয়ার করছে কংগ্রেস ও বিজেপি। কোন ইস্যুতে কে কারে টপকে গিয়েছে, তা দেখিয়েই বাজিমাত করতে চাইছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
কংগ্রেস রাহুল গান্ধি ইউটিউব চ্যানেলের দর্শক সংখ্যা ও স্ক্রিনশট শেয়ার করে দেখিয়েছে, সংসদে রাহুল গান্ধির বক্তৃতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির থেকে বেশি আকর্ষণ করেছে। রাহুল গান্ধি ও মোদির ট্যুইটারের তথ্যও প্রকাশ করে কংগ্রেসের দাবি, রাহুল গান্ধির শেষ ৩০টি টুইট ৪৮.১৩ মিলিয়ন ইমপ্রেশন পেয়েছে, সেখানে প্রধানমন্ত্রী মোদির শেষ ৩০টি টুইট ২১.৫৯ মিলিয়ন ইমপ্রেশন পেয়েছে।
They both spoke in Parliament
Here’s who the country heard pic.twitter.com/J0jwlwuDSO
— Congress (@INCIndia) August 13, 2023
এই তথ্য শেয়ার করার পর বিজেপি পাল্টা ডেটা শেয়ার করে মোদিকেই বেশি জনপ্রিয় হিসেবে দেখানো হয়েছে। তাদের দাবি, প্রধানমন্ত্রীর ট্যুইটার অ্যাকাউন্ট এক মাসে প্রায় ৭৯.৯ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। সেখানে রাহুল গান্ধির অ্যাকাউন্ট প্রায় ২৩.৪৩ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। ফেসবুকে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট গত এক মাসে প্রায় ৫৭.৮৯ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। রাহুল গান্ধির অ্যাকাউন্টে ২৮.৩৮ লক্ষ এনগেজমেন্ট হয়েছে। ফেসবুক অ্যাকাউন্টে বাৎসরিক ডেয়ার তুলনা করে বিজেপি জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদির ফেসবুকে এই বছর ৩.২৫ কোটি এনগেজমেন্ট এসেছে। আর রাহুল গান্ধির অ্যাকাউন্টে এনগেজমেন্ট এসেছে ১.৮৮ কোটি প্রায়।