০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভোট পরবর্তী হিংসা মামলায় ধৃতদের ২ দিন সিবিআই হেফাজত

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার
  • / 107

কৌশিক সালুই, বীরভূম:- বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার ৫। ধৃতদের বাড়ি বীরভূমের সদাইপুর থানা এলাকায়। শুক্রবার অভিযুক্তদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক দুই দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন। এদিকে তৃণমূল ঘটনায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এসেছে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা হলেন শেখ জামির,  শেখ নুরাই, শেখ কারিবুল,  শেখ আসরফ, জয়ন্ত ডোম সকলের বাড়ি সদাইপুর থানার যাত্রা গ্রামে।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

গত বৃহস্পতিবার তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ এর জন্য তাদের অস্থায়ী শিবির দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে ডাকে। সেখানেই তাদেরকে গ্রেফতার করে। এদিন ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। সিবিআই এর আইনজীবী দুদিনের হেফাজত চাইলে এসিজেএম বিচারক সোমনাথ কুণ্ডু তা মঞ্জুর করেন।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

ধৃতদের বিরুদ্ধে অভিযোগ বিগত বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তারা। ঘটনায় ওই গৃহবধুর পরিবার জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ দায়ের করেন। সেই ঘটনায় কলকাতা উচ্চ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। যদিও নির্যাতিতা ও তার পরিবার স্থানীয় থানায় সেই সময় অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

সিউড়ি আদালতের অন্যতম সহকারি সরকারি আইনজীবী তপন গোস্বামী বলেন, “সিবিআই এর পক্ষ থেকে পাঁচ অভিযুক্তকে দুদিনের হেফাজত চাওয়া হয়েছিল বিচারক তা মঞ্জুর করেছেন”।

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় শাসকদল বিজেপি এ রাজ্যে মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তৃণমূল কর্মী নেতাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আইন আইনের পথেই চলবে আমরা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করব”।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোট পরবর্তী হিংসা মামলায় ধৃতদের ২ দিন সিবিআই হেফাজত

আপডেট : ৪ নভেম্বর ২০২২, শুক্রবার

কৌশিক সালুই, বীরভূম:- বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার ৫। ধৃতদের বাড়ি বীরভূমের সদাইপুর থানা এলাকায়। শুক্রবার অভিযুক্তদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক দুই দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন। এদিকে তৃণমূল ঘটনায় বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে এসেছে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিরা হলেন শেখ জামির,  শেখ নুরাই, শেখ কারিবুল,  শেখ আসরফ, জয়ন্ত ডোম সকলের বাড়ি সদাইপুর থানার যাত্রা গ্রামে।

আরও পড়ুন: ওডিশার নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার স্ব-ঘোষিত গুরু

গত বৃহস্পতিবার তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ এর জন্য তাদের অস্থায়ী শিবির দুর্গাপুরের এনআইটি গেস্ট হাউসে ডাকে। সেখানেই তাদেরকে গ্রেফতার করে। এদিন ধৃতদের সিউড়ি আদালতে তোলা হয়। সিবিআই এর আইনজীবী দুদিনের হেফাজত চাইলে এসিজেএম বিচারক সোমনাথ কুণ্ডু তা মঞ্জুর করেন।

আরও পড়ুন: তন্ত্রমন্ত্রে অসুখ সারানোর আশ্বাস, নাবালিকাকে ঘরে নিয়ে গিয়ে যৌন হেনস্তা ধর্মগুরুর

ধৃতদের বিরুদ্ধে অভিযোগ বিগত বিধানসভা নির্বাচনের ফলাফলের পর এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তারা। ঘটনায় ওই গৃহবধুর পরিবার জাতীয় মানবাধিকার কমিশনের অভিযোগ দায়ের করেন। সেই ঘটনায় কলকাতা উচ্চ আদালত সিবিআই তদন্তের নির্দেশ দেয়। যদিও নির্যাতিতা ও তার পরিবার স্থানীয় থানায় সেই সময় অভিযোগ দায়ের করেনি।

আরও পড়ুন: গ্রেফতার Sonam Wangchuk! ‘তৈরিই ছিলাম’ বললেন লাদাখের ‘র‍্যাঞ্চো’

সিউড়ি আদালতের অন্যতম সহকারি সরকারি আইনজীবী তপন গোস্বামী বলেন, “সিবিআই এর পক্ষ থেকে পাঁচ অভিযুক্তকে দুদিনের হেফাজত চাওয়া হয়েছিল বিচারক তা মঞ্জুর করেছেন”।

বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় শাসকদল বিজেপি এ রাজ্যে মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তৃণমূল কর্মী নেতাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করছে। আইন আইনের পথেই চলবে আমরা বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে মোকাবিলা করব”।