০৭ জানুয়ারী ২০২৬, বুধবার, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা ছাড়াল শতাধিক

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানের কুন্দুস প্রদেশে এক শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল শতাধিক। আহত বহু মানুষ। বিস্ফোরণে মৃতদেহ এতটাই ছিন্ন-বিচ্ছিন্ন ও বিকৃত হয়ে গেছে, অনেকেই শনাক্ত করা সম্ভব হয়নি। এখনও এই বিস্ফোরণে দায়ভার স্বীকার করেনি আইসিস। শুক্রবার জুম্মার নামায চলাকালীন এই বিস্ফোরণ হয়। চারিদিকে শুধুই দেহে স্তূপাকার আর হাহাকার। স্বজন হারানোর যন্তণায় আত্মীয়রা ভিড় করেছেন মসজিদের সামনে। এদিকে ফের বিস্ফোরণে আশঙ্কায় তালিবান মসজিদের সামনে থেকে জমায়েত হটিয়ে দিচ্ছে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসকদের কথায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তালিবান প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুহাজিদ বলেন, “আজ বিকেলে কুন্দুস প্রদেশের রাজধানী বান্দারের খান আবাদ জেলায় আমাদের শিয়া স্বদেশিদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। যার ফলে আমাদের বেশ কয়েকজন দেশবাসী শহিদ ও আহত হয়েছে’।

সর্বধিক পাঠিত

মাঝরাতে মসজিদ এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে দিল্লিতে সংঘর্ষ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আফগানিস্তানের মসজিদে বিস্ফোরণে নিহতের সংখ্যা ছাড়াল শতাধিক

আপডেট : ৮ অক্টোবর ২০২১, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আফগানিস্তানের কুন্দুস প্রদেশে এক শিয়া মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল শতাধিক। আহত বহু মানুষ। বিস্ফোরণে মৃতদেহ এতটাই ছিন্ন-বিচ্ছিন্ন ও বিকৃত হয়ে গেছে, অনেকেই শনাক্ত করা সম্ভব হয়নি। এখনও এই বিস্ফোরণে দায়ভার স্বীকার করেনি আইসিস। শুক্রবার জুম্মার নামায চলাকালীন এই বিস্ফোরণ হয়। চারিদিকে শুধুই দেহে স্তূপাকার আর হাহাকার। স্বজন হারানোর যন্তণায় আত্মীয়রা ভিড় করেছেন মসজিদের সামনে। এদিকে ফের বিস্ফোরণে আশঙ্কায় তালিবান মসজিদের সামনে থেকে জমায়েত হটিয়ে দিচ্ছে।

আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। চিকিৎসকদের কথায়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তালিবান প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুহাজিদ বলেন, “আজ বিকেলে কুন্দুস প্রদেশের রাজধানী বান্দারের খান আবাদ জেলায় আমাদের শিয়া স্বদেশিদের একটি মসজিদে বিস্ফোরণ ঘটে। যার ফলে আমাদের বেশ কয়েকজন দেশবাসী শহিদ ও আহত হয়েছে’।