০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নকল কয়েন কান্ডে শান্তিনিকেতনে গ্রেফতার দুই যুবক

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার
  • / 12

দেবশ্রী মজুমদার, বোলপুর : নকল কয়েন কান্ডে  দুই যুবক গ্রেফতার শান্তিনিকেতনে। সোমবার গভীর রাতে কংকালীতলা গ্রাম পঞ্চায়েত অঞ্চলের প্রান্তিক লাগোয়া এক বেসরকারী আবসন থেকে দুই  যুবককে শতাধিক নকল কয়েনের সাথে গ্রেফতার করে শান্তিনিকেতন থানা।

গোপন সূত্রে খবর পেয়ে ওই আবাসনে গভীর রাতে তল্লাশি চালিয়ে নকল কয়েন সহ  ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার  বেলা দুটো কুড়ি টা নাগাদ অভিযুক্ত দের বোলপুর  আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা সহ অনান্য ধারায় মামলা দায়ের করে পুলিশ।  

জানা গেছে,ভুয়ো নম্বর থেকে ফোন করে খদ্দেরদের ফাঁদে ফেলে প্রতারকরা। তারা সাধারণত বলে থাকে,  কাজ বা খনন করতে গিয়ে কিছু কয়েন ভর্তি ঘড়া পেয়েছি। তারপর একটি  গোল্ড কয়েন দেখায় গ্রাহকের দের। এরপর তাদের  অন্য জায়গাতে তাদের আদান প্রদানের সময় নির্ধারণ করা হয়।

এই সময় ওই গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়  প্রচুর  টাকা। কখনও ঠকিয়ে, আবার কখনও প্রাণের ভয় দেখিয়ে।  স্থানীয় পুলিস প্রশাসনকে না জানিয়ে লোভ করে অনেকে  অসাধু  উপায়ে গোল্ড কয়েন কিনতে গিয়ে তাদের খপ্পড়ে পড়েন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নকল কয়েন কান্ডে শান্তিনিকেতনে গ্রেফতার দুই যুবক

আপডেট : ২৭ জুলাই ২০২১, মঙ্গলবার

দেবশ্রী মজুমদার, বোলপুর : নকল কয়েন কান্ডে  দুই যুবক গ্রেফতার শান্তিনিকেতনে। সোমবার গভীর রাতে কংকালীতলা গ্রাম পঞ্চায়েত অঞ্চলের প্রান্তিক লাগোয়া এক বেসরকারী আবসন থেকে দুই  যুবককে শতাধিক নকল কয়েনের সাথে গ্রেফতার করে শান্তিনিকেতন থানা।

গোপন সূত্রে খবর পেয়ে ওই আবাসনে গভীর রাতে তল্লাশি চালিয়ে নকল কয়েন সহ  ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার  বেলা দুটো কুড়ি টা নাগাদ অভিযুক্ত দের বোলপুর  আদালতে তোলা হয়। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির প্রতারণা সহ অনান্য ধারায় মামলা দায়ের করে পুলিশ।  

জানা গেছে,ভুয়ো নম্বর থেকে ফোন করে খদ্দেরদের ফাঁদে ফেলে প্রতারকরা। তারা সাধারণত বলে থাকে,  কাজ বা খনন করতে গিয়ে কিছু কয়েন ভর্তি ঘড়া পেয়েছি। তারপর একটি  গোল্ড কয়েন দেখায় গ্রাহকের দের। এরপর তাদের  অন্য জায়গাতে তাদের আদান প্রদানের সময় নির্ধারণ করা হয়।

এই সময় ওই গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়  প্রচুর  টাকা। কখনও ঠকিয়ে, আবার কখনও প্রাণের ভয় দেখিয়ে।  স্থানীয় পুলিস প্রশাসনকে না জানিয়ে লোভ করে অনেকে  অসাধু  উপায়ে গোল্ড কয়েন কিনতে গিয়ে তাদের খপ্পড়ে পড়েন।