১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার কোস্ত্রোমা শহরের একটি ক্যাফেতে আগুন লেগে জীবন্ত দগ্ধ কমপক্ষে ১৩

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার
  • / 34

 

 

আরও পড়ুন: শহরে রুফটপ ক্যাফে নিয়ে এবার নতুন পদক্ষেপ, চিঠিও পাঠাচ্ছে পুরনিগম

 

পুবের কলম ওয়েবডেস্ক: শুক্রবার রাশিয়ার একটি ক্যাফেতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন  কমপক্ষে  ১৩ জন। মস্কো থেকে সামান্য কিছুদূরের কোস্ত্রোমা   শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ক্যাফেটি ছিল অত্যন্ত জনপ্রিয় এর ফলে সেখানে ভিড় লেগেই থাকতো।

 

কোস্ত্রোমা হলো ভলগা  নদীর তীরে এবং মস্কো থেকে ৩০০ কিমি (১৯০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত একটি শহর। এই শহরটিতে ২ লাখ ৭০ হাজার মানুষের বসবাস।অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পলিগনে। একটি বহুমুখী বিনোদন কেন্দ্র এটি। একটি ক্যাফে, নাইটক্লাব এবং বার হিসাবে ব্যবহৃত হয় এই কেন্দ্রটি।

এক বিবৃতিতে বলা হয়েছে , আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে কতজন আহত হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।আঞ্চলিক গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ২৯ মিনিটে এ ঘটনা ঘটে। সেখানে আহত হয়েছেন ৫ জন বলেও জানান তিনি। আগুন লাগার ঘটনা এবং উদ্ধার কাজের একটি ভিডিও প্রকাশ করেছে তদন্তকারী টিম।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাশিয়ার কোস্ত্রোমা শহরের একটি ক্যাফেতে আগুন লেগে জীবন্ত দগ্ধ কমপক্ষে ১৩

আপডেট : ৫ নভেম্বর ২০২২, শনিবার

 

 

আরও পড়ুন: শহরে রুফটপ ক্যাফে নিয়ে এবার নতুন পদক্ষেপ, চিঠিও পাঠাচ্ছে পুরনিগম

 

পুবের কলম ওয়েবডেস্ক: শুক্রবার রাশিয়ার একটি ক্যাফেতে আগুন লেগে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ হারালেন  কমপক্ষে  ১৩ জন। মস্কো থেকে সামান্য কিছুদূরের কোস্ত্রোমা   শহরে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ক্যাফেটি ছিল অত্যন্ত জনপ্রিয় এর ফলে সেখানে ভিড় লেগেই থাকতো।

 

কোস্ত্রোমা হলো ভলগা  নদীর তীরে এবং মস্কো থেকে ৩০০ কিমি (১৯০ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত একটি শহর। এই শহরটিতে ২ লাখ ৭০ হাজার মানুষের বসবাস।অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে পলিগনে। একটি বহুমুখী বিনোদন কেন্দ্র এটি। একটি ক্যাফে, নাইটক্লাব এবং বার হিসাবে ব্যবহৃত হয় এই কেন্দ্রটি।

এক বিবৃতিতে বলা হয়েছে , আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়েছে। তবে কতজন আহত হয়েছে তা এখনও স্পষ্ট হয়নি।আঞ্চলিক গভর্নরের দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ২৯ মিনিটে এ ঘটনা ঘটে। সেখানে আহত হয়েছেন ৫ জন বলেও জানান তিনি। আগুন লাগার ঘটনা এবং উদ্ধার কাজের একটি ভিডিও প্রকাশ করেছে তদন্তকারী টিম।