কাকার সঙ্গে অবৈধ সম্পর্ক, বিয়ের ৪৫ দিনের মাথায় বিহারে স্বামীকে খুন স্ত্রীর

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 38
পুবের কলম,ওয়েবডেস্ক: কাকার সঙ্গে অবৈধ সম্পর্ক। বিয়ের ৪৫ দিনের মাথায় ভাড়াটে খুনি দিয়ে স্বামীকে খুন স্ত্রীর। বলা বাহুল্য, সম্প্রতি সোনাম কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। সেই স্মৃতি এখনও তাজা। এই আবহে ফের অবৈধ প্রেমের জেরে স্বামী খুনের ঘটনায় শিউরে উঠেছে দেশ। ঘটনাটি ঘটেছে বিহারের আওরাঙ্গাবাদে।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম প্রিয়াংশু (২৫)। অভিযুক্ত তরুণীর নাম গুঞ্জা দেবী। বয়স ২০। কাকার নাম জীবন সিং। বয়স ৫৫। বিয়ের আগে থেকেই আপন কাকার সঙ্গে অবৈধ প্রেমের সম্পর্কে জড়িত ছিল। দীর্ঘদিনের সম্পর্ক ছিল উভয়ের। এই মধ্যেই বিয়ে হয়ে যায় তরুণীর। কাকা-ভাইঝির জটিল সম্পর্কের কাঁটা হয়ে দাঁড়ায় নব বিবাহিত স্বামী। তাকে পথ থেকে সরাতে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করে তারা। ইতিমধ্যে অভিযুক্ত তরুণী এবং দুই শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য অভিযুক্ত জীবন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ আরও জানিয়েছে, কাকার সঙ্গে প্রেমের কথা বাড়িতে জানায় তরুণী। বিয়ের জন্য তাগাদা দেন। তবে সেই সম্পর্ক মেনে নেয়নি পরিবার। পরিবারের অশান্তি চলছিল। এই পরিস্থিতিতে দুই মাস আগেই জোর করে নবীনগর থানার অন্তর্গত বারওয়ান গ্রামের বাসিন্দা প্রিয়াংশুর সঙ্গে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। বিয়ের পরেও কাকার প্রেম ভুলতে পারেনি তরুণী। চালিয়ে গিয়েছিল যোগাযোগ। কাকার সহায়তা নিয়েই স্বামীকে খুন করে গুঞ্জা।