১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হিন্দু দেবদেবীতে বিশ্বাস না করার প্রতিজ্ঞা করিয়ে গ্রেফতার শিক্ষক

সামিমা এহসানা
  • আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার
  • / 17

পুবের কলম ওয়েব ডেস্ক: ওদিকে ২২ জানুয়ারি যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন চলছিল, সেই সময় ছত্তিশগড়ের মোহতারায় গ্রামে বেশ কয়েকজন শিশু সহ গ্রামের বেশ কিছু মানুষকে একত্রিত করে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন ভারারি গ্রামের সরকারি প্রাথমিক স্কুলের  শিক্ষক রতলাল সরোভার। বছর ৬০ এর ওই শিক্ষক শপথ বাক্যে বলেছিলেন হিন্দু দেবদেবীদের পুজো না করতে ও বৌদ্ধ ধর্ম পালন করতে। এক কথায় অযোধ্যার রাম মন্দির নিয়ে যখন গোটা দেশে গেরুয়া হাওয়া বইয়ে দিতে চাইছিল গেরুয়া সংগঠনগুলি, তখন স্রোতের বিরুদ্ধে গিয়ে গ্রামবাসীদের বৌদ্ধ ধর্মে দীক্ষিত করাচ্ছিলেন প্রধান শিক্ষক। ওই শপথ গ্রহণের ভিডিয়ো ছড়িয়ে পড়ে।একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত এক কর্মী স্থানীয় থানায় অভিযোগ জানায়। যার জেরে গ্রেফতার করা হয় শিক্ষককে। ওদিকে ছত্তিশগড়ের জেলা শিক্ষা আধিকারিক ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে দেয়। সনাতন ধর্মে বিশ্বাসীদের আঘাত করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। বলে রাখা ভালো, ড. বি আর আম্বেদকরও এভাবেই হিন্দু ধর্মের বিরোধীতা করে হাজার হাজার দলিতকে একসঙ্গে বৌদ্ধ ধর্মের দীক্ষা দিয়েছিলেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিন্দু দেবদেবীতে বিশ্বাস না করার প্রতিজ্ঞা করিয়ে গ্রেফতার শিক্ষক

আপডেট : ২৯ জানুয়ারী ২০২৪, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: ওদিকে ২২ জানুয়ারি যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন চলছিল, সেই সময় ছত্তিশগড়ের মোহতারায় গ্রামে বেশ কয়েকজন শিশু সহ গ্রামের বেশ কিছু মানুষকে একত্রিত করে শপথ বাক্য পাঠ করাচ্ছিলেন ভারারি গ্রামের সরকারি প্রাথমিক স্কুলের  শিক্ষক রতলাল সরোভার। বছর ৬০ এর ওই শিক্ষক শপথ বাক্যে বলেছিলেন হিন্দু দেবদেবীদের পুজো না করতে ও বৌদ্ধ ধর্ম পালন করতে। এক কথায় অযোধ্যার রাম মন্দির নিয়ে যখন গোটা দেশে গেরুয়া হাওয়া বইয়ে দিতে চাইছিল গেরুয়া সংগঠনগুলি, তখন স্রোতের বিরুদ্ধে গিয়ে গ্রামবাসীদের বৌদ্ধ ধর্মে দীক্ষিত করাচ্ছিলেন প্রধান শিক্ষক। ওই শপথ গ্রহণের ভিডিয়ো ছড়িয়ে পড়ে।একটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর সঙ্গে জড়িত এক কর্মী স্থানীয় থানায় অভিযোগ জানায়। যার জেরে গ্রেফতার করা হয় শিক্ষককে। ওদিকে ছত্তিশগড়ের জেলা শিক্ষা আধিকারিক ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করে দেয়। সনাতন ধর্মে বিশ্বাসীদের আঘাত করেছেন বলে অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। বলে রাখা ভালো, ড. বি আর আম্বেদকরও এভাবেই হিন্দু ধর্মের বিরোধীতা করে হাজার হাজার দলিতকে একসঙ্গে বৌদ্ধ ধর্মের দীক্ষা দিয়েছিলেন।