২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সিরিয়ায় একাধিক শহরে তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ, ফের কি গৃহযুদ্ধ!

Anti-government fighters brandish their guns as they ride a vehicle in Syria's northern city of Aleppo on November 30, 2024. Jihadists and their Turkish-backed allies breached Syria's second city of Aleppo on November 29, as they pressed a lightning offensive against forces of the Iranian- and Russian-backed government. (Photo by Omar HAJ KADOUR / AFP) (Photo by OMAR HAJ KADOUR/AFP via Getty Images)

পুবের কলম, ওয়েবডেস্ক: সিরিয়ায় কি ফের গৃহযুদ্ধ! দেশটির একাধিক শহরে তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। এখনও পর্যন্ত একজন নিরাপত্তা কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২৮ ডিসেম্বর) লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে বিক্ষোভকালে সংঘাত ছড়িয়ে পড়ে। সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র বাহিনীর আটক সদস্যদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারতুস ও লাতাকিয়ায় শিয়া ধর্মাবলম্বী সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের শত শত মানুষ রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে।

বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পর্যায়ে নিরাপত্তা বাহিনীর লক্ষ্য করে গুলি চালানো হয়। তারতুসে বানিয়াস পুলিশ স্টেশনে হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে অজ্ঞাত হামলাকারীরা। এতে দুইজন সেনা সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি প্রশাসন। তারা বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রবিবার দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলে বড় বিক্ষোভ শুরু হয়। দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দেন প্রবাসে থাকা আলাউয়ি ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল গাজাল। প্রবাসী নেতার ডাকে লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে রাস্তা নামেন অনুসারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিরিয়ায় একাধিক শহরে তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ, ফের কি গৃহযুদ্ধ!

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: সিরিয়ায় কি ফের গৃহযুদ্ধ! দেশটির একাধিক শহরে তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছে। এখনও পর্যন্ত একজন নিরাপত্তা কর্মকর্তাসহ তিনজন নিহত এবং আরও অন্তত ৬০ জন আহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রবিবার (২৮ ডিসেম্বর) লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে বিক্ষোভকালে সংঘাত ছড়িয়ে পড়ে। সিরিয়ার পলাতক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সশস্ত্র বাহিনীর আটক সদস্যদের মুক্তি এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে তারতুস ও লাতাকিয়ায় শিয়া ধর্মাবলম্বী সংখ্যালঘু আলাওয়ি সম্প্রদায়ের শত শত মানুষ রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করে।

বিক্ষোভকে ঘিরে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। পর্যায়ে নিরাপত্তা বাহিনীর লক্ষ্য করে গুলি চালানো হয়। তারতুসে বানিয়াস পুলিশ স্টেশনে হ্যান্ড গ্রেনেড ছুড়ে মারে অজ্ঞাত হামলাকারীরা। এতে দুইজন সেনা সদস্য আহত হন। তবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর বিষয়টি নিশ্চিত করেনি প্রশাসন। তারা বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

রবিবার দেশটির উপকূলীয় ও মধ্যাঞ্চলে বড় বিক্ষোভ শুরু হয়। দেশজুড়ে এই বিক্ষোভের ডাক দেন প্রবাসে থাকা আলাউয়ি ইসলামিক কাউন্সিলের প্রধান গাজাল গাজাল। প্রবাসী নেতার ডাকে লাতাকিয়া, তারতুস ও জাবলেহ শহরে রাস্তা নামেন অনুসারীরা। এ সময় তাদের হাতে গাজালের ছবি ও তার প্রতি সমর্থন জানিয়ে লেখা ব্যানার দেখা যায়।