১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব তেহরানে হামলা ইসরাইলের, বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার সময় না দিয়েই হামলা

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার পূর্ব তেহরানের ঘন জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালায় ইসরাইল। হামলার আগে ইরানের সাধারণ মানুষকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেয় ইসরাইলি সেনাবাহিনী। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সোমবার সন্ধ্যায় পূর্ব তেহরানের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইসরাইল। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি হামলার খবর জানিয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

সোমবার ইসরাইলি সেনাবাহিনী তেহরানের জেলা ৩-এর বাসিন্দাদের সরে যেতে বলে। এই এলাকায় ইরানের সরকারি মন্ত্রক এবং বিদেশি দূতাবাস রয়েছে। বিমান হামলার আগে সরে যাওয়ার নির্দেশ জারি করে নেতানিয়াহুর দেশ। বিবৃতিতে বলা হয় “আগামী কয়েক ঘন্টার মধ্যেই আইডিএফ (সেনাবাহিনী) ইরানি সরকারের সামরিক কাঠামোর উপর হামলা চালাবে।”  এই এলাকায় থাকা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করে সেনাবাহিনী। বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার সুযোগ না দিয়েই হামলা চালায় নেতানিয়াহুর সেনাবাহিনী।

আরও পড়ুন: ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, উত্তেজনা চরমে

শুক্রবার ইসরাইল ইরানের উপর হামলা চালায়। ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্র-সহ একাধিক স্থানে বিমান দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে খবর। অন্যদিকে ইসরাইলি হামলায় ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত এবং প্রায় হাজারের বেশি আহত হয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি থেকে তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান

আরও পড়ুন: ইউরোপা লিগে স্টেডিয়ামে নিষিদ্ধ হল ইসরাইলের ফুটবল সমর্থকরা
ট্যাগ :
সর্বধিক পাঠিত

পাকিস্তান–তুরস্ক–সৌদি সামরিক জোটে বাংলাদেশের যোগদানের জল্পনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পূর্ব তেহরানে হামলা ইসরাইলের, বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার সময় না দিয়েই হামলা

আপডেট : ১৭ জুন ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: সোমবার পূর্ব তেহরানের ঘন জনবসতিপূর্ণ এলাকায় হামলা চালায় ইসরাইল। হামলার আগে ইরানের সাধারণ মানুষকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেয় ইসরাইলি সেনাবাহিনী। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই সোমবার সন্ধ্যায় পূর্ব তেহরানের ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ইসরাইল। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি হামলার খবর জানিয়েছে। তবে হতাহতের বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

সোমবার ইসরাইলি সেনাবাহিনী তেহরানের জেলা ৩-এর বাসিন্দাদের সরে যেতে বলে। এই এলাকায় ইরানের সরকারি মন্ত্রক এবং বিদেশি দূতাবাস রয়েছে। বিমান হামলার আগে সরে যাওয়ার নির্দেশ জারি করে নেতানিয়াহুর দেশ। বিবৃতিতে বলা হয় “আগামী কয়েক ঘন্টার মধ্যেই আইডিএফ (সেনাবাহিনী) ইরানি সরকারের সামরিক কাঠামোর উপর হামলা চালাবে।”  এই এলাকায় থাকা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ বলেও সতর্ক করে সেনাবাহিনী। বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার সুযোগ না দিয়েই হামলা চালায় নেতানিয়াহুর সেনাবাহিনী।

আরও পড়ুন: ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, উত্তেজনা চরমে

শুক্রবার ইসরাইল ইরানের উপর হামলা চালায়। ইরানের সামরিক ও পারমাণবিক কেন্দ্র-সহ একাধিক স্থানে বিমান দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তার জবাবে ইরানও পাল্টা হামলা চালায়। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে কমপক্ষে ২৪ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে খবর। অন্যদিকে ইসরাইলি হামলায় ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত এবং প্রায় হাজারের বেশি আহত হয়েছে।

আরও পড়ুন: হরমুজ প্রণালি থেকে তেলবাহী জাহাজ বাজেয়াপ্ত করল ইরান

আরও পড়ুন: ইউরোপা লিগে স্টেডিয়ামে নিষিদ্ধ হল ইসরাইলের ফুটবল সমর্থকরা