অসুস্থ জঙ্গিপুরের সাংসদ, দোয়ার আবেদন

- আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার
- / 119
পুবের কলম ওয়েবডেস্ক: অসুস্থ জঙ্গিপুরের সাংসদ তথা পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান। মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে সোমবার রাতে নয়া দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এদিন রাতেই প্রচন্ড ব্যথা অনুভব করেন। ব্যথা নিয়েই সংসদীয় কমিটির বৈঠকে উপস্থিত হন। মঙ্গলবার ব্যথার মাত্রা আরও বাড়ে। শেষ পর্যন্ত হুইল চেয়ারে করেই কলকাতা ফিরতে হয় জঙ্গিপুরের সাংসদকে।
ব্যথার মাত্রা এতটাই বেশি যে তাঁকে হুইল চেয়ারে করে বিমানবন্দরের বাইরে নিয়ে আসা হয়। এরপর বিমানবন্দর থেকে তাঁর কলকাতার বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে আপাতত চিকিৎসা চলছে। ফিজিওথেরাপিস্ট সহ বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। সাংসদের অসুস্থতায় তাঁর শুভানুধ্যায়ী এবং সকলকে দোয়ার আবেদন জানিয়েছেন । আল্লাহ যাতে তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।