০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর  হাত ধরে গড়াতে চলেছে জোকা-তারাতলা মেট্রো, আগামী ৩০ তারিখ উদ্বোধনের সম্ভাবনা   

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 41

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইংরেজি নববর্ষের আগেই উপহার পেতে চলেছে বেহালাবাসী।সূচি অপরিবর্তিত থাকলে আগামী ৩০ ডিসেম্বর  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে গড়াতে পারে জোকা তারাতলা মেট্রোর চাকা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে জোকা-তারাতলা মেট্রো।

 

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

হাওড়া থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জোকা- তারাতলা রুটের মেট্রো উদ্বোধন করতে পারেন তিনি। ফলে নিউ ইয়ারের আগেই মেট্রো চড়তে পারবেন বলে আশাবাদী বেহালাবাসী।

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

 

আরও পড়ুন: প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি

সূত্রের খবর, আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের দিন ধার্য করা হয়েছে। ওই দিন পূর্ব রেল এবং উত্তর সীমান্ত রেলের একাধিক প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে নরেন্দ্র মোদির। এই  উদ্বোধনগুলির সঙ্গেই যাত্রী পরিবহণের জন্য তাঁর উপস্থিতিতেই খুলে দেওয়া হতে পারে জোকা-তারাতলা মেট্রোপথ।

 

এর আগে, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের সময়ে জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন ঘিরে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু রেল মন্ত্রকের সম্মতি না মেলায় ওই সময়ে অনুষ্ঠান হয়নি।

 

মেট্রোর তরফে অবশ্য পরিষেবা শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গত ১০ ডিসেম্বরের মধ্যেই সেরে রাখা হয়েছে। মেট্রোর কর্তারা বিষয়টি রেল মন্ত্রককে জানিয়েও দিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রীর  হাত ধরে গড়াতে চলেছে জোকা-তারাতলা মেট্রো, আগামী ৩০ তারিখ উদ্বোধনের সম্ভাবনা   

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ ইংরেজি নববর্ষের আগেই উপহার পেতে চলেছে বেহালাবাসী।সূচি অপরিবর্তিত থাকলে আগামী ৩০ ডিসেম্বর  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে গড়াতে পারে জোকা তারাতলা মেট্রোর চাকা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে যাত্রা শুরু করার প্রস্তুতি নিচ্ছে জোকা-তারাতলা মেট্রো।

 

আরও পড়ুন: দাঙ্গা বাধানোর ছক ছিল পাকিস্তানের: প্রধানমন্ত্রী

হাওড়া থেকে ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে জোকা- তারাতলা রুটের মেট্রো উদ্বোধন করতে পারেন তিনি। ফলে নিউ ইয়ারের আগেই মেট্রো চড়তে পারবেন বলে আশাবাদী বেহালাবাসী।

আরও পড়ুন: Pahalgam Terror attack:’মন কি বাতে’ পহেলগাঁও হামলার বদলার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

 

আরও পড়ুন: প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি

সূত্রের খবর, আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরের দিন ধার্য করা হয়েছে। ওই দিন পূর্ব রেল এবং উত্তর সীমান্ত রেলের একাধিক প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে নরেন্দ্র মোদির। এই  উদ্বোধনগুলির সঙ্গেই যাত্রী পরিবহণের জন্য তাঁর উপস্থিতিতেই খুলে দেওয়া হতে পারে জোকা-তারাতলা মেট্রোপথ।

 

এর আগে, গত সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের সময়ে জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন ঘিরে জল্পনা ছড়িয়েছিল। কিন্তু রেল মন্ত্রকের সম্মতি না মেলায় ওই সময়ে অনুষ্ঠান হয়নি।

 

মেট্রোর তরফে অবশ্য পরিষেবা শুরু করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গত ১০ ডিসেম্বরের মধ্যেই সেরে রাখা হয়েছে। মেট্রোর কর্তারা বিষয়টি রেল মন্ত্রককে জানিয়েও দিয়েছেন।