তিন যুবকের মৃত্যুতে মৃদাদপুরে শুধুই আহাজারি
- আপডেট : ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 140
ওয়াহিদ রেজা: তিন তরুণ যুবকের মৃত্যুতে শুধুই হাহাকার লালগোলা ব্লকের মৃদাদপুর গ্রামে। গত বুধবার রাত সাড়ে নটায় লালগোলা থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে ভবানীপুর দেওয়ান সরাই রাজ্য সড়কের মাঝামাঝি নিমতলায় টোটোর সঙ্গে ধাক্কায় প্রাণ হারান এই তিন যুবক। তিনজনই একি বাইকে ছিলেন মনে করা হচ্ছে বাইকের গতি দ্রুত থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি টোটোই ধাক্কা মারে সাথে সাথে দুজনের মৃত্যু হয় একজনকে হাসপাতালে নিয়ে গেলে বহরমপুর মেডিকেল কলেজে মৃত্যু হয়।
মৃত তিন জন হলেন ইমানুল হাসান(১৬), পিতা মির্জাবুল শেখ। এহসানুল হক (২০) ,পিতা ইসহাক আলী, আরমান(২০) শেখ ,পিতা সামাউন শেখ। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হলেও ইমানুলের তখনও জ্ঞান ছিল ।বহরমপুর মেডিকেল কলেজ তার মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানানো হয়েছে।
বৃহস্পতিবার তিনজনকে পোস্টমর্টেমের জন্য লালবাগ সদর হাসপাতাল এবং বহরমপুর মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাওয়া হয় ।ওই দিনই তিনজনের লাশ দাফন করা হয়। তিন তরুণের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর, প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী ,মাওলানা আবদুর রাজ্জাক বিভিন্নভাবে কাজের তদারকি করেন।
প্রসঙ্গত, ভবানীপুর- দেওয়ান সরাই রাজ্য সড়কের নিমতলা মোড়ে মাসকয়েক আগেও একই দুর্ঘটনায় দুজনের প্রাণ হারায়। এ নিয়ে এলাকায় যথেষ্ট আতঙ্ক রয়েছে । প্রশাসনের পক্ষ থেকে নিমতলা মোড়ে বিশেষ ব্যবস্থা যাতে গ্রহণ করা হয় তার আর্জি জানান সাধারণ মানুষ। রাজ্য সরকারের পক্ষ থেকে পথ নিরাপত্তার জন্য একাধিক ব্যবস্থা গ্রহণ করা হলেও কেন বারবার দুর্ঘটনা ঘটছে তা নিয়েও সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন। বিশেষ করে অভিভাবকেরা কেন তাদের সন্তানদের হাতে বাইক তুলে দিয়ে বিপদ ডেকে আনছেন সেই নিয়েও সচেতনতা গড়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় মানুষজন।



























