১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাত ১০টার পর বিয়ে নয়, নেতা-মন্ত্রীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা

ইমামা খাতুন
  • আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 90

পুবের কলম ওয়েব ডেস্ক: অর্থনৈতিক সংকটে পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে একগুচ্ছ নয়া নিয়ম-নীতি তৈরি করেছে শাহবাজ সরকার। মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ হয়েছে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মরিয়ম বলেন, গুরুত্বপূর্ণ সফর ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ জ্বালানি কোটা ৪০ শতাংশ কমানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি বৈঠকগুলো ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে। সরকারি দফতরে মধ্যাহ্নভোজ, আপ্যায়ন ও নৈশভোজ আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। এ দিকে, বিদ্যুৎ সঞ্চয়ে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে সরকার। বলা হচ্ছে, তীব্র জ্বালানি সংকট ও রাষ্ট্রীয় করচ কমাতেই এই ব্যবস্থা। জ্বালানি সংকট মোকাবিলায় রাত ১০টার পর রাজধানী ইসলামাবাদে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য একটি পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। বুধবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পাক মন্ত্রী মরিয়ম বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি মোকাবিলায় জ্বালানি সংরক্ষণের পরিকল্পনা উপস্থাপন করেছে বিদ্যুৎ বিভাগ। অর্থ বিভাগও তাদের পরিকল্পনা পেশ করেছে। উল্লেখ্য, খাদ্য ও জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল পাকিস্তান। ক্রমবর্ধমান মূল্যের কারণে আমদানির ব্যয় বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে দুই দফায় বৃদ্ধির পর পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার প্রতি ২০৯.৮৬ রুপি। ডিজেল, লাইট ডিজেল ও কেরোসিনের লিটার প্রতি মূল্য যথাক্রমে ২০৪.১৫, ১৭৮.৩১ এবং ১৮১.৯৪ রুপি।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাত ১০টার পর বিয়ে নয়, নেতা-মন্ত্রীদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা

আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: অর্থনৈতিক সংকটে পাকিস্তান। বৈদেশিক মুদ্রার রিজার্ভে টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে দেশটির সরকার। তারই অংশ হিসেবে একগুচ্ছ নয়া নিয়ম-নীতি তৈরি করেছে শাহবাজ সরকার। মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা গ্রহণ নিষিদ্ধ হয়েছে। মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মরিয়ম বলেন, গুরুত্বপূর্ণ সফর ছাড়া সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ জ্বালানি কোটা ৪০ শতাংশ কমানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি বৈঠকগুলো ভার্চুয়ালি করার সিদ্ধান্ত হয়েছে। সরকারি দফতরে মধ্যাহ্নভোজ, আপ্যায়ন ও নৈশভোজ আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। এ দিকে, বিদ্যুৎ সঞ্চয়ে কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। শনিবার সাপ্তাহিক ছুটি ঘোষণা করেছে সরকার। বলা হচ্ছে, তীব্র জ্বালানি সংকট ও রাষ্ট্রীয় করচ কমাতেই এই ব্যবস্থা। জ্বালানি সংকট মোকাবিলায় রাত ১০টার পর রাজধানী ইসলামাবাদে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাই নয়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের জন্য একটি পদের বেশি খাবার পরিবেশন করা যাবে না। বুধবার থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। পাক মন্ত্রী মরিয়ম বলেন, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি মোকাবিলায় জ্বালানি সংরক্ষণের পরিকল্পনা উপস্থাপন করেছে বিদ্যুৎ বিভাগ। অর্থ বিভাগও তাদের পরিকল্পনা পেশ করেছে। উল্লেখ্য, খাদ্য ও জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল পাকিস্তান। ক্রমবর্ধমান মূল্যের কারণে আমদানির ব্যয় বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সময়ে এক সপ্তাহে দুই দফায় বৃদ্ধির পর পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে লিটার প্রতি ২০৯.৮৬ রুপি। ডিজেল, লাইট ডিজেল ও কেরোসিনের লিটার প্রতি মূল্য যথাক্রমে ২০৪.১৫, ১৭৮.৩১ এবং ১৮১.৯৪ রুপি।

আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর