২০ অক্টোবর ২০২৫, সোমবার, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মর্গে একবছর: হিন্দু বৃদ্ধার দেখাশোনা করেছেন মুসলিম পরিবার, সৎকার করতে অস্বীকার আত্মীয়ার, স্তম্ভিত হাইকোর্ট

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার
  • / 62

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রয়াত হয়েছেন একবছর হয়ে গেল। তবু হয়নি  সৎকার। মর্গে পচছে ওই বৃদ্ধার দেহ।  সেখানেও  পাঁচিল তুলেছে ধর্ম। এই ঘটনায় স্তম্ভিত কলকাতা হাইকোর্ট। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে অবিলম্বে সৎকার করতে হবে ওই বৃদ্ধার দেহ তার আগে হবে ময়নাতদন্ত। বিচারপতি শ্রীবাস্তব এবং এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে কেউ যদি সৎকার করার না থাকে তাহলে রাজ্যসরকারকেই নিতে হবে সেই দায়িত্ব।

কাটোয়ার বাসিন্দা রমা বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন একবছরের বেশি সময় কিন্তু কেন তাঁর সৎকার করা হলনা। জানা যাচ্ছে ওই বৃদ্ধাকে  হাসপাতালে ভর্তি করেন নূর হক। সেটি ছিল ২০২১ এর ১২ ফেব্রুয়ারি। এই নূর হকের পরিবারই বিগত ৯ বছর ধরে দেখাশোনা করেছেন রমা দেবীর। হাসপাতালেও ভর্তি করেন। হাসপাতালে ভর্তির দুদিন পরে মারা যান রমা দেবী। নূর হক আদালতকে জানান রমা বন্দ্যোপাধায় যে প্রয়াত হয়েছেন সেই কথা জানিয়েছিলেন আত্মীয়া মায়া মজুমদারকে। এই মায়া মজুমদার অসুস্থ বৃদ্ধাকে দেখতে একদিনও হাসপাতালে আসেননি বলেই দাবি   নূর হক এবং তাঁর পরিবারের।

আরও পড়ুন: শব্দবাজি নিয়ে পুলিশের পাশাপাশি নজরদারি চালাবে দুই কেন্দ্রীয় সংস্থা, ডিভিশন বেঞ্চ

অন্যদিকে মায়া মজুমদার আদালতে মামলা করেন রমা বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি বেনামে নিজের নামে করে নিয়েছেন নূর হক। ভিন্ন ধর্মের পরিবার দেখাশোনা করেছেন বলে রমা দেবীর সৎকারও করতে চাননি  মায়া মজুমদার। গোটা ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। রমা দেবীর আত্মীয়া মায়া মজুমদারের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন: ফলতার নার্সিংহোমে বেআইনি জুলুমের অভিযোগ ব্লক প্রশাসনের বিরুদ্ধে

আরও পড়ুন: লেডি কনস্টেবেলের হিজাব মামলায় ভাগ্য ঝুলে আদালতে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মর্গে একবছর: হিন্দু বৃদ্ধার দেখাশোনা করেছেন মুসলিম পরিবার, সৎকার করতে অস্বীকার আত্মীয়ার, স্তম্ভিত হাইকোর্ট

আপডেট : ১৩ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ প্রয়াত হয়েছেন একবছর হয়ে গেল। তবু হয়নি  সৎকার। মর্গে পচছে ওই বৃদ্ধার দেহ।  সেখানেও  পাঁচিল তুলেছে ধর্ম। এই ঘটনায় স্তম্ভিত কলকাতা হাইকোর্ট। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে অবিলম্বে সৎকার করতে হবে ওই বৃদ্ধার দেহ তার আগে হবে ময়নাতদন্ত। বিচারপতি শ্রীবাস্তব এবং এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে কেউ যদি সৎকার করার না থাকে তাহলে রাজ্যসরকারকেই নিতে হবে সেই দায়িত্ব।

কাটোয়ার বাসিন্দা রমা বন্দ্যোপাধ্যায় মারা গিয়েছেন একবছরের বেশি সময় কিন্তু কেন তাঁর সৎকার করা হলনা। জানা যাচ্ছে ওই বৃদ্ধাকে  হাসপাতালে ভর্তি করেন নূর হক। সেটি ছিল ২০২১ এর ১২ ফেব্রুয়ারি। এই নূর হকের পরিবারই বিগত ৯ বছর ধরে দেখাশোনা করেছেন রমা দেবীর। হাসপাতালেও ভর্তি করেন। হাসপাতালে ভর্তির দুদিন পরে মারা যান রমা দেবী। নূর হক আদালতকে জানান রমা বন্দ্যোপাধায় যে প্রয়াত হয়েছেন সেই কথা জানিয়েছিলেন আত্মীয়া মায়া মজুমদারকে। এই মায়া মজুমদার অসুস্থ বৃদ্ধাকে দেখতে একদিনও হাসপাতালে আসেননি বলেই দাবি   নূর হক এবং তাঁর পরিবারের।

আরও পড়ুন: শব্দবাজি নিয়ে পুলিশের পাশাপাশি নজরদারি চালাবে দুই কেন্দ্রীয় সংস্থা, ডিভিশন বেঞ্চ

অন্যদিকে মায়া মজুমদার আদালতে মামলা করেন রমা বন্দ্যোপাধ্যায়ের সব সম্পত্তি বেনামে নিজের নামে করে নিয়েছেন নূর হক। ভিন্ন ধর্মের পরিবার দেখাশোনা করেছেন বলে রমা দেবীর সৎকারও করতে চাননি  মায়া মজুমদার। গোটা ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। রমা দেবীর আত্মীয়া মায়া মজুমদারের যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট

আরও পড়ুন: ফলতার নার্সিংহোমে বেআইনি জুলুমের অভিযোগ ব্লক প্রশাসনের বিরুদ্ধে

আরও পড়ুন: লেডি কনস্টেবেলের হিজাব মামলায় ভাগ্য ঝুলে আদালতে