৩০ জুলাই ২০২৫, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ছবি ভুল থাকায় ভর্তিতে সমস্যা, মন্ত্রী চন্দ্রিমার সহযোগিতায় ভর্তি হল মেডিকেলের ছাত্র রবিউল

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার
  • / 49

এস জে আব্বাস:করোনা পরিস্থিতিতে মেডিকেলের নিট পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট পার করে কাউন্সেলিং নিয়ে চিন্তা যেন কাটতেই চাইছে না।  এরই মাঝে খবর পাওয়া গেছে বেশ কিছু ছাত্র-ছাত্রীর ওয়েস্ট বেঙ্গল কাউন্সেলিং এর অ্যালটমেন্ট লেটার দেওয়া হয়েছে সেখানে ওই ছাত্র-ছাত্রীর সমস্ত ডিটেলস ঠিক থাকা সত্ত্বেও ও এম আর এর ফটোকপিতে  দেওয়া হয়েছে যেখানে অন্য কারো ছবি। এমন ঘটনা ঘটেছে আল-আমিন মিশনের ছাত্র মুহাম্মদ রবিউল ইসলাম এর ক্ষেত্রে।  ফেব্রুয়ারি ১৪ তারিখে বের হওয়া অন লাইনে কলেজ আলোটমেন্ট  লেটারে দেখতে পান, সেখানে অন্যান্য সব কিছু তথ্য ঠিক থাকলেও যে ছবিটি দেওয়া আছে সেটি তার নয় অন্য একটি মেয়ের। বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবন এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এ বিষয়ে চিন্তার কোন কারণ নেই, কলেজে গিয়ে ফটো সহ অরিজিনাল ডকুমেন্ট জমা দিলে  কোন অসুবিধা হবে না। কিন্তু কিন্তু শ্যামবাজারে কলেজ ক্যাম্পাসে গিয়ে জানতে পারেন এই সমস্যা না মেটা পর্যন্ত তারা ভর্তি করতে পারবেন না। ফলে সঙ্গে সঙ্গে রবিউলের পিতা রেজাউল করিম আবার যোগাযোগ করেন স্বাস্থ্য ভবনের সঙ্গে। সেখান থেকে জানানো হয়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে শীঘ্রই সমস্যা মিটে যাবে।এদিকে ছাত্র রবিউল ইসলাম ৪-৫ ঘণ্টা অপেক্ষা করার পর এই প্রতিবেদককে বিষয়টি জানালে, তিনি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি ভর্তির ব্যাপারে আশ্বাস দেন। এরপর কিছুক্ষণের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ছাত্রটির সব তথ্য যাচাই করে ভর্তির ব্যবস্থা করে দেন। এই ঘটনায় ছাত্রটির পরিবার ভীষণ খুশি এবং কৃতজ্ঞ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর কাছে।ছবি ভুল থাকায় ভর্তিতে সমস্যা, মন্ত্রী চন্দ্রিমার সহযোগিতায় ভর্তি হল মেডিকেলের ছাত্র রবিউল

এরপরই স্বাস্থ্য দপ্তর থেকে রবিউল ইসলামের পাঠানো মেল এর রিপ্লাই আসে এবং এই ভুলের ব্যাপারে যাতে অন্য কোনো ছাত্র ভর্তির ক্ষেত্রে বাধা না পায় সেজন্য পশ্চিমবঙ্গের চিকিৎসা শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়। যেখানে বলা হয়েছে যে, কিছু প্রার্থীর অস্থায়ী বরাদ্দ পত্রের (প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার)  সাথে ও এম আর স্ক্যান করা ছবিতে অমিল রয়েছে।  এই ধরনের প্রার্থীদের বরাদ্দকৃত কলেজে নথি যাচাইকরণের সময় সাম্প্রতিক একটি রঙিন পাসপোর্ট ফটো  সঙ্গে আনতে হবে।  কলেজ কর্তৃপক্ষও লেটার এর পাঠ্য অংশটি যাচাই করে প্রার্থীর সাম্প্রতিক ছবির সাথে  প্রার্থীর নিট অ্যাডমিট কার্ড এবং র‍্যাঙ্ক কার্ডের  ছবি মিলিয়ে নেবেন।তবে এই অমিলের পরিপ্রেক্ষিতে পরবর্তী রাউন্ড থেকে অ্যাডমিশন লেটার এবং অ্যালোটমেন্ট লেটারে  প্রার্থীদের ও এম আর – এ স্ক্যান করা ছবি বাদ থাকবে।  সূত্র মারফত জানা গেছে, সব কিছু তথ্য ঠিক থাকলে শিক্ষার্থীদের ভর্তিতে কোনো বাধা না দেওয়া হয় তার ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষকে করতে নির্দেশ

আরও পড়ুন: আপনিই তো ব্যর্থ, পদত্যাগ করুন, শাহকে জবাব চন্দ্রিমার

আরও পড়ুন: ডাক্তারি পড়ুয়াদের জাতিগত শংসাপত্র তলব করলো হাইকোর্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছবি ভুল থাকায় ভর্তিতে সমস্যা, মন্ত্রী চন্দ্রিমার সহযোগিতায় ভর্তি হল মেডিকেলের ছাত্র রবিউল

আপডেট : ১৬ ফেব্রুয়ারী ২০২২, বুধবার

এস জে আব্বাস:করোনা পরিস্থিতিতে মেডিকেলের নিট পরীক্ষা থেকে শুরু করে রেজাল্ট পার করে কাউন্সেলিং নিয়ে চিন্তা যেন কাটতেই চাইছে না।  এরই মাঝে খবর পাওয়া গেছে বেশ কিছু ছাত্র-ছাত্রীর ওয়েস্ট বেঙ্গল কাউন্সেলিং এর অ্যালটমেন্ট লেটার দেওয়া হয়েছে সেখানে ওই ছাত্র-ছাত্রীর সমস্ত ডিটেলস ঠিক থাকা সত্ত্বেও ও এম আর এর ফটোকপিতে  দেওয়া হয়েছে যেখানে অন্য কারো ছবি। এমন ঘটনা ঘটেছে আল-আমিন মিশনের ছাত্র মুহাম্মদ রবিউল ইসলাম এর ক্ষেত্রে।  ফেব্রুয়ারি ১৪ তারিখে বের হওয়া অন লাইনে কলেজ আলোটমেন্ট  লেটারে দেখতে পান, সেখানে অন্যান্য সব কিছু তথ্য ঠিক থাকলেও যে ছবিটি দেওয়া আছে সেটি তার নয় অন্য একটি মেয়ের। বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবন এর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এ বিষয়ে চিন্তার কোন কারণ নেই, কলেজে গিয়ে ফটো সহ অরিজিনাল ডকুমেন্ট জমা দিলে  কোন অসুবিধা হবে না। কিন্তু কিন্তু শ্যামবাজারে কলেজ ক্যাম্পাসে গিয়ে জানতে পারেন এই সমস্যা না মেটা পর্যন্ত তারা ভর্তি করতে পারবেন না। ফলে সঙ্গে সঙ্গে রবিউলের পিতা রেজাউল করিম আবার যোগাযোগ করেন স্বাস্থ্য ভবনের সঙ্গে। সেখান থেকে জানানো হয়, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে শীঘ্রই সমস্যা মিটে যাবে।এদিকে ছাত্র রবিউল ইসলাম ৪-৫ ঘণ্টা অপেক্ষা করার পর এই প্রতিবেদককে বিষয়টি জানালে, তিনি রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি ভর্তির ব্যাপারে আশ্বাস দেন। এরপর কিছুক্ষণের মধ্যেই কলেজ কর্তৃপক্ষ ছাত্রটির সব তথ্য যাচাই করে ভর্তির ব্যবস্থা করে দেন। এই ঘটনায় ছাত্রটির পরিবার ভীষণ খুশি এবং কৃতজ্ঞ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর কাছে।ছবি ভুল থাকায় ভর্তিতে সমস্যা, মন্ত্রী চন্দ্রিমার সহযোগিতায় ভর্তি হল মেডিকেলের ছাত্র রবিউল

এরপরই স্বাস্থ্য দপ্তর থেকে রবিউল ইসলামের পাঠানো মেল এর রিপ্লাই আসে এবং এই ভুলের ব্যাপারে যাতে অন্য কোনো ছাত্র ভর্তির ক্ষেত্রে বাধা না পায় সেজন্য পশ্চিমবঙ্গের চিকিৎসা শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়। যেখানে বলা হয়েছে যে, কিছু প্রার্থীর অস্থায়ী বরাদ্দ পত্রের (প্রভিশনাল অ্যালটমেন্ট লেটার)  সাথে ও এম আর স্ক্যান করা ছবিতে অমিল রয়েছে।  এই ধরনের প্রার্থীদের বরাদ্দকৃত কলেজে নথি যাচাইকরণের সময় সাম্প্রতিক একটি রঙিন পাসপোর্ট ফটো  সঙ্গে আনতে হবে।  কলেজ কর্তৃপক্ষও লেটার এর পাঠ্য অংশটি যাচাই করে প্রার্থীর সাম্প্রতিক ছবির সাথে  প্রার্থীর নিট অ্যাডমিট কার্ড এবং র‍্যাঙ্ক কার্ডের  ছবি মিলিয়ে নেবেন।তবে এই অমিলের পরিপ্রেক্ষিতে পরবর্তী রাউন্ড থেকে অ্যাডমিশন লেটার এবং অ্যালোটমেন্ট লেটারে  প্রার্থীদের ও এম আর – এ স্ক্যান করা ছবি বাদ থাকবে।  সূত্র মারফত জানা গেছে, সব কিছু তথ্য ঠিক থাকলে শিক্ষার্থীদের ভর্তিতে কোনো বাধা না দেওয়া হয় তার ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষকে করতে নির্দেশ

আরও পড়ুন: আপনিই তো ব্যর্থ, পদত্যাগ করুন, শাহকে জবাব চন্দ্রিমার

আরও পড়ুন: ডাক্তারি পড়ুয়াদের জাতিগত শংসাপত্র তলব করলো হাইকোর্ট