নির্বিঘ্নে সম্পন্ন রাজ্যপুলিশের নিয়োগ পরীক্ষা

- আপডেট : ১২ অক্টোবর ২০২৫, রবিবার
- / 117
পুবের কলম প্রতিবেদক: হবু সহকর্মীদের পরীক্ষায় সাহায্যে এগিয়ে এলেন কতর্ব্যরত পুলিশ কর্মীরা। রবিবার ছিল রাজ্য পুলিশে নিয়োগ পরীক্ষা। এসএসসির পর রাজ্যে ছিল ফের নিয়োগের বড় পরীক্ষা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় হয়েছিল পরীক্ষার কেন্দ্র। শেষ পাওয়া খবরে জানা গেছে, নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এই নিয়োগ পরীক্ষা।
রাজ্য জুড়ে এ দিনের এই পরীক্ষায় অংশ নেয় প্রায় ২.৫ লক্ষের বেশি পরীক্ষার্থী। রাস্তাঘাটে পুলিশের নজরদারিও ছিল চোখে পড়ার মত। কেউ কোনও সমস্যায় পড়লে সমধানের জন্য। হুগলির চুঁচুড়া থানা এলাকায় এক চাকরিপ্রার্থীর সমস্যায় এগিয়ে আসতে দেখা যায় কর্তব্যরত পুলিশ অফিসারকে।
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের সুরজকুমার সাউ-এর পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষার জন্য সিট পরেছিল ব্যান্ডেলের সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়। কিন্তু তিনি ভুলবশত চুঁচুড়া স্টেশনে নেমে পরেন। ভুল করেছেন এবং হাতে সময় কম বুঝতে পেরেই সুরজকুমার পুলিশ ভ্যানের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করেন।
সেই মুহূর্তে পুলিশ তাঁকে ব্যান্ডেলে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য একটি টোটোর ব্যবস্থা করে দেয়। কিন্তু টোটোর ভাড়া দেওয়ার মত সামর্থ ছিল না সুরজকুমারের। এই মুহূর্তে আর অপেক্ষা না করে দেবদূত হয়ে এগিয়ে আসেন কর্তব্যরত পুলিশ আধিকারিক সমীর কর্মকার। তিনি সিদ্ধান্ত নেন পুলিশের গাড়ি করে সুরজকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার।
পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কলকাতায় বাড়তি মেট্রোও চালানো হয়। শুক্রবার মেট্রো রেল সূত্রে জানিয়ে দেওয়া হয়, রবিবার পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ১৩৮ বার মেট্রো চলাচল করবে। এর মধ্যে আপ লাইনে ৬৯ বার এবং ডাউন লাইনে ৬৯ বার মেট্রো চলাচল করে। সাধারণত ছুটির দিনে ১৩০ বার আপ ও ডাউন লাইনে মেট্রো চলাচল করে থাকে।
কিন্তু পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সকাল সাতটা থেকে সকাল নটার মধ্যে ঘন ঘন মেট্রো পরিষেবা দেওয়া হয়। রবিবার সকাল সাতটায় ব্লু লাইনে নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে প্রথম মেট্রো যাত্রা শুরু করে। অন্যান্য দিন সকাল ন’টায় প্রথম মেট্রো চলাচল করে।
অপরদিকের শহীদ ক্ষুদিরাম থেকে সকাল ন’টা বেজে চার মিনিটের পরিবর্তে রবিবার সকাল সাতটা বেজে ৪ মিনিটে, দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে প্রথম মেট্রো শুরু হয়। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের উদ্দেশ্যে সকাল ন’টার পরিবর্তে সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে প্রথম মেট্রো চলাচল শুরু করে। রবিবার হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভে সকাল সাতটায় প্রথম মেট্রো যাত্রা শুরু হয়। এছাড়া সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানে উদ্দেশ্যে সকাল সাতটা বেজে ২ মিনিটে রবিবার প্রথম মেট্রো যাত্রা শুরু করে।