০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সতীর্থ সাংবাদিকদের কাঁধেই অন্তিম যাত্রায় স্বর্ণেন্দু, পুবের কলমের শ্রদ্ধার্ঘ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২৩ অগাস্ট ২০২২, মঙ্গলবার
  • / 30

প্রেসক্লাবে স্বর্ণেন্দুকে অন্তিম শ্রদ্ধা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের ছবিঃ সন্দীপ সাহা

পুবের কলম ওয়েবডেস্কঃ ২০১৪ সালে ক্যান্সারের বিরুদ্ধে শুরু হয়েছিল লড়াই। ২২ এর ২৩ অগস্ট সকাল ৬ টা বেজে  ৭ মিনিটে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে থামল সেই লড়াই। মাত্র ৩৫ বছর বয়সে বুম ক্যামেরা, রোল, অ্যাকশনের জগত থেকে বিদায় নিলেন সাংবাদিক স্বর্ণেন্দু দাস। রেখে গেলেন বাবা, মা, স্ত্রী এবং তিনবছরের কন্যা  সন্তান কুহুকে।২০০৯ সালে বৈদ্যুতিন সংবাদমাধ্যমে ইন্টার্ন হিসেবে কর্মজীবন শুরু। পরিশ্রম এবং নিষ্টা দিয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। ভোরবেলা যখন এই দুসংবাদ এলো তখন আকাশও যেন কাঁদছে। শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল থেকে সকাল ১১ টায় স্বর্ণেন্দুর দেহ আনা হয় কলকাতা প্রেসক্লাবে।

আরও পড়ুন: Breaking: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায় সুরসম্রাজ্ঞ্রীকে দেখুন ভিডিও

সতীর্থ সাংবাদিকদের কাঁধেই অন্তিম যাত্রায় স্বর্ণেন্দু, পুবের কলমের শ্রদ্ধার্ঘ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ পৌঁছে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।যাদের সঙ্গে জড়িয়ে ছিল প্রতিদিনের সুখ দুঃখ, সবার  আগে কপি  ধরানোর লড়াই চলতো সেই সতীর্থ সাংবাদিকদের  কাঁধে চড়েই তখন অন্তিম যাত্রায় স্বর্ণেন্দু। চোখের জল বাধা মানছে না কারুরই। প্রেসক্লাব থেকেই শেষবারের জন্য সিঙ্গুরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা।  এবার কভারেজ হয়ত হয়ত অন্য কোন অপার্থিব জগতে। পুবের কলম ডিজিটালের   শ্রদ্ধার্ঘ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সতীর্থ সাংবাদিকদের কাঁধেই অন্তিম যাত্রায় স্বর্ণেন্দু, পুবের কলমের শ্রদ্ধার্ঘ

আপডেট : ২৩ অগাস্ট ২০২২, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ২০১৪ সালে ক্যান্সারের বিরুদ্ধে শুরু হয়েছিল লড়াই। ২২ এর ২৩ অগস্ট সকাল ৬ টা বেজে  ৭ মিনিটে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে থামল সেই লড়াই। মাত্র ৩৫ বছর বয়সে বুম ক্যামেরা, রোল, অ্যাকশনের জগত থেকে বিদায় নিলেন সাংবাদিক স্বর্ণেন্দু দাস। রেখে গেলেন বাবা, মা, স্ত্রী এবং তিনবছরের কন্যা  সন্তান কুহুকে।২০০৯ সালে বৈদ্যুতিন সংবাদমাধ্যমে ইন্টার্ন হিসেবে কর্মজীবন শুরু। পরিশ্রম এবং নিষ্টা দিয়ে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন। ভোরবেলা যখন এই দুসংবাদ এলো তখন আকাশও যেন কাঁদছে। শম্ভুনাথ পন্ডিত হাসপাতাল থেকে সকাল ১১ টায় স্বর্ণেন্দুর দেহ আনা হয় কলকাতা প্রেসক্লাবে।

আরও পড়ুন: Breaking: পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় অন্তিম বিদায় সুরসম্রাজ্ঞ্রীকে দেখুন ভিডিও

সতীর্থ সাংবাদিকদের কাঁধেই অন্তিম যাত্রায় স্বর্ণেন্দু, পুবের কলমের শ্রদ্ধার্ঘ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রদ্ধার্ঘ পৌঁছে দেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।যাদের সঙ্গে জড়িয়ে ছিল প্রতিদিনের সুখ দুঃখ, সবার  আগে কপি  ধরানোর লড়াই চলতো সেই সতীর্থ সাংবাদিকদের  কাঁধে চড়েই তখন অন্তিম যাত্রায় স্বর্ণেন্দু। চোখের জল বাধা মানছে না কারুরই। প্রেসক্লাব থেকেই শেষবারের জন্য সিঙ্গুরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা।  এবার কভারেজ হয়ত হয়ত অন্য কোন অপার্থিব জগতে। পুবের কলম ডিজিটালের   শ্রদ্ধার্ঘ